কুড়িগ্রামে নদ-নদীতে আবারও পানি বৃদ্ধি শুরু হয়েছে। একদিনেই ধরলা নদীতে ১০ সেন্টিমিটার ও ব্রহ্মপূত্র নদে ৫ সেন্টিমিটার পানি বেড়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, সোমবার সকালে ধরলা নদীর পানি ব্রিজ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার এবং ব্রহ্মপূত্র নদে চিলমারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে ভাঙন কমেছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরুল হক জানান, বন্যার পানি নিম্নাঞ্চলে অবস্থান করায় কৃষকের আরাধ্য ফসল রোপা আমন ও শাকসবজি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। সোমবার পর্যন্ত জেলায় ১৫ হাজার ৫২০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এরমধ্যে রোপা আমন ১৫ হাজার ১১৫ হেক্টর, শাকসবজি ২৭০ হেক্টর এবং বীজতলা ৯৫ হেক্টর।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, পানিবৃদ্ধির ফলে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে আমার ইউনিয়নের প্রায় ৪ শতাধিক বাড়িতে পানি উঠেছে।
নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকট তৈরী হয়েছে। লোকজন পানিতে ডুবে বিভিন্ন জায়গা থেকে গো-খাদ্য সংগ্রহ করছে। এছাড়াও বসতবাড়ীতে পানি প্রবেশ করায় স্বাভাবিক চলাচলে অসুবিধা সৃষ্টি হয়েছে।