আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশ সিরিজ বিশ্বকাপের পরীক্ষা: বাটলার

বাংলাদেশ সিরিজ বিশ্বকাপের পরীক্ষা: বাটলার
চলতি বছরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরার আসর। ভারতের প্রতিবেশি রাষ্ট্র হিসেবে কন্ডিসানের সঙ্গে অনেক মিল রয়েছে বাংলাদেশের। তাই বাংলাদেশের সঙ্গে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন জস বাটলার। রবিবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ চারিতায় এসব কথা বলেন ইংলিশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা বিশ্বকাপকে ঘিরেই। ভারতের সঙ্গে বাংলাদেশের কন্ডিশন সবচেয়ে কাছাকাছি। বিশ্বকাপের আগে এ ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। সিরিজটি খেলতে আমরা এক্সাইটেড হয়ে হয়ে আছি। বাটলার আরও বলেন, এখানে স্লো আর লো উইকেট আশা করছি। আমরা এটাই চাই। দল হিসেবে আমরা এই পরীক্ষা দিতে চাই।’ বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে অনেক ভালো খেলে। ঘরের মাঠে সবশেষ ১৩ টি ওয়ানডে সিরিজের একটিতেও হারেনি টাইগাররা। কিছুদিন আগে তাঁরা ভারতকেও হারিয়েছে। তাই তো বাটলারও মানছেন, আসন্ন সিরিজটি তাদের জন্য সহজ হবে না। তিনি বলেন, 'বাংলাদেশকে ঘরের মাঠে হারানো কঠিন। ওরা সম্প্রতি ভারতকে হারিয়েছে।'  

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | সিরিজ | বিশ্বকাপের | পরীক্ষা | বাটলার