অর্থনীতি

দেশে রিজার্ভের পরিমাণ জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেফিনেশন অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার

গেলো বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি

গভর্নর জানান, শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ শূন্যের কোঠায় নেমে এসেছিল, কথাটি সত্য নয়।

তিনি বলেন, গত এক সপ্তাহে ৩০০ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে।  দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বাজারে বিক্রি করেনি;বরং বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়াতে ডলার কিনেছে এখন প্রতিদিন ৫০ মিলিয়ন ডলার  বাজার থেকে কেনা হচ্ছে বলেও জানান তিনি

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন রিজার্ভ