খেলাধুলা

প্রীতি ম্যাচে ভুটানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

শেখ মোরসালিনের গোলে জয় পায় বাংলাদেশ ছবি: বাফুফে

ফিফার অধীনে প্রথম প্রীতি ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় লাল-সবুজের হয়ে একমাত্র গোলটি করেছেন শেখ মোরসালিন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুতে মাঠে নামে বাংলাদেশ ও ভুটান।

বাংলাদেশ জিতলেও খুব ভালো পারফরম্যান্স হয়েছে এমনটি বলা যায় না। প্রায় তিন মাস কোনো প্রতিযোগিতামূলত ফুটবল খেলেনি তারা। সেই প্রভাব মাঠে স্পষ্ট দেখা গেছে। মোরসালিনের কাছ থেকে গোল এলেও, সেখানে ভুটান গোলরক্ষকের ভুলকেই বেশি দায় দেয়া যায়। আক্রমণে তেমন উদ্যমী দেখা যায়নি বাংলাদেশের ফুটবলারদের।

এদিকে ভুটানের পারফরম্যান্সও ছিল গড়পড়তা। ৭০ মিনিটের পর ভুটানের কাছ থেকে কিছুটা আক্রমণ চোখে পড়েছিল। কিন্তু এসব আক্রমণ গোল করার জন্য খুব উপযুক্ত ছিল না। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

এই জয়ের মাধ্যমে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয় এখন ১২ টি, পরাজয় ১ টি, ড্র হয়েছে ২ ম্যাচ। দুই দল খেলেছে মোট ১৫ টি ম্যাচ।

আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ও ভুটান দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রীতি | ম্যাচে | ভুটানকে | হারালো | বাংলাদেশ