আর্কাইভ থেকে ক্যাম্পাস

পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল রবিবার দুপুর দেড়টায়। কিন্তু পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের জানানো হয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার পরীক্ষা কমিটির সভাপতি আনোয়ারুল ওহাব স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য’ কারণ উল্লেখ করা হয়েছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। এদিকে আগে না জানিয়েই হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। রবিবার দুপুর দেড়টা থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় তারা তিন বছরেও তাদের মাস্টার্স শেষ হয়নি বলে দাবি করেন। আন্দোলনকারীরা বলেন, ‘আজকে (রবিবার) দুপুর দেড়টায় পরীক্ষা হওয়ার কথা ছিল। আমাদের আগে থেকে কিছু জানানো হয়নি। কিন্তু আমরা পরীক্ষা দিতে এলে হঠাৎ স্থগিতের কথা জানানো হয়। আমরা ৩ বছর ধরে মাস্টার্স শেষ করতে পারিনি। এর আগেও পরীক্ষার রুটিন দিয়েও স্থগিত করা হয়েছিল।’ পরে পরীক্ষা কমিটি আলোচনায় বসে দ্রুত পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে ৩ টার দিকে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। পরীক্ষা কমিটির সভাপতি আনোয়ারুল ওহাব বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে আমাদের প্রতি সেমিস্টার শেষে সাপ্লিমেন্টারি নিতে বলা হয়। তাই আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন দিয়েছিলাম। তবে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস আমাদের দুই সেমিস্টার একসঙ্গে সাপ্লিমেন্টারি নিলেও হবে বলে জানান। পরে সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন দিয়েছি। কিন্তু শনিবার আবার আমাদের বলা হয়েছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা আগে হবে। এজন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।’  

এ সম্পর্কিত আরও পড়ুন পরীক্ষার | দাবিতে | ইবি | শিক্ষার্থীদের | বিক্ষোভ