আর্কাইভ থেকে ক্রিকেট

আহমেদাবাদ টেস্ট ড্র, ফাইনালে ভারত

আহমেদাবাদ টেস্ট ড্র, ফাইনালে ভারত
চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিক ভারত। সিরিজের প্রথম দুই টেস্টে জয় পেয়েছিল ভারত এবং তৃতীয় টেস্টে জয় পায় অজিরা। ওই তিন টেস্টের কোনটিই পঞ্চম দিনে গড়ায়নি। চতুর্থ টেস্ট পঞ্চম দিন শেষে দেখল ড্র। এর মধ্যে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পায়নি। ভারতকে ব্যাটিংয়ের জন্য প্রায় ১৫–১৬ ওভারের মতো সময় হাতে রেখে ২৬৬ রানের লিড নিয়ে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন। ইনিংস ঘোষণার পরই ড্র মেনে নেয় দুই দল। এই সিরিজ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিপাক্ষীক লড়াই শেষ করলো দুই দল। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল হবার সুবাদে আগামী ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও মুখোমুখি হবে ভারত- অস্ট্রেলিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন আহমেদাবাদ | টেস্ট | ড্র | ফাইনালে | ভারত