নয়াপল্টনে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মিছিল করে  বিএনপি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় অফিসের সামনে জড়ো হয়ে মিছিল করে।

তবে মিছিলের অনুমতি না পাওয়ায় কার্যালয়ের সামণে সংক্ষিপ্ত সমাবেশ করার অনুমতি পায় দলটি। সমাবেশ শেষে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের। 

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সকাল থেকে রাজধানীর আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের বাধা ও তাদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দলটির নেতাদের।

পুলিশ জানিয়েছে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতেই শক্ত অবস্থানে যায় তারা। 

নয়াপল্টন কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকাল থেকে পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। সকাল থেকে পুলিশ আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। অনেকের ওপর হামলা করেছে। মিছিল শেষ হওয়ার আগেই তাদের মুক্তি দিতে হবে।

Recommended For You