আর্কাইভ থেকে ক্রিকেট

স্বাধীনতা দিবসে সাকিব-তামিম-মুশফিকদের শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে সাকিব-তামিম-মুশফিকদের শুভেচ্ছা
আজ ২৬ মার্চ। বাঙালির গৌরবদীপ্ত দিন–মহান স্বাধীনতা দিবস। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। এরপর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিজয় অর্জন করে বাংলাদেশ। স্বাধীনতা দিবসে রক্তিম সূর্য খচিত মানচিত্রের সকল বীরদের স্বরণ করছেন দেশের সকল শ্রেণী পেশার মানুষ। বাদ যাননি দেশের ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। জাতীয় দিবসে বীরদের স্মরণ করে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব, তামিম, মুশফিকরা। টাইগারদের টি-টোয়েন্ট ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নিজের ফেসবুকে এক বার্তায় লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! আজ আমাদের মহান সংগ্রামী স্বাধীনতার ৫২তম বার্ষিকী। একটি যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে আজ আমরা একটি রোল মডেল জাতিতে রূপান্তরিত হয়েছি এবং গত পাঁচ দশকে অনেক দূর এগিয়েছি। একটি স্বাধীন জাতি নিশ্চিত করার জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের স্মরণে আজ আমাদের সঙ্গে যোগ দিন এবং আসুন আমরা সবাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য আরও প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দিকে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, মহান স্বাধীনতা দিবস আজ। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মুশফিকুর রহিম লিখেছেন, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এছাড়াও টাইগারদের সাবেক অধিনায়ক কাপ্তান মাশরাফি বিন মোর্ত্তজা, টাইগার পেসার তাসকিন আহমেদ সহ অনেকেই শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন স্বাধীনতা | দিবসে | সাকিবতামিমমুশফিকদের | শুভেচ্ছা