অনেক দিন পর ছেলেমেয়েরা কাঁদাল। সবার সঙ্গে আনন্দে কাঁদলাম। কী এক আনন্দ, আমি আপ্লুত হয়ে গেছি। বারবার। মনে হলো দ্বিতীয়বার স্বাধীন হলাম। দেশবাসীর জন্য এ বিরাট আনন্দের খবর। আবার বিষাদের ছায়াও ছিল মনজুড়ে। এই যে ছাত্র–জনতা আন্দোলনে প্রাণ দিল, তাদের কথা প্রতি প্রতি মুহূর্তে মনে পড়ছে। বললেন অভিনেতা আবুল হায়াত।
সোমবার ( ৫ আগস্ট ) বিকেল চারটায় জনগণের উদ্দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেওয়া ভাষণের পরে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত।
তিনি আরও বলেন, দেশ গঠনের এই সফল আন্দোলনে শিক্ষার্থী–জনতা যারা ছিল, সবাই আমাদের অহংকার। দুপুর থেকে শিক্ষার্থীদের দুঃসাহসী অর্জনের কথা ভেবে, একটা কথাই বারবার মনে হচ্ছে, টুপিখোলা অভিবাদন তোমাদের। তোমরা জাতির জন্য যা করেছ, যা বলেছ, সেটা আর কেউ বলতে পারছিল না। তোমরা আমাদের গর্বিত আগামী।
অভিনেতা বলেন, এই যে শত শত প্রাণের বিনিময়ে ২০২৪–এ আবার স্বাধীনতা পেলাম, এটা যেন আর নষ্ট না হয়। এবার যেন আমরা যুক্তিযুক্তভাবে সবকিছু ব্যবহার করতে পারি। কারণ, এর পেছনে আমাদের এবারও রক্ত ঝরাতে হয়েছে। আমরা আর কোনো নৃশংসতা চাই না। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে চাই। দীর্ঘ কয়েকটা বছর আমরা যে সময়ের মধ্য দিয়ে গেছি, সেখানে মানুষ ভাবতেও ভয় পেত। বলা বা চিন্তা তো দূরের কথা। সে জায়গা থেকে ছোট ছেলেমেয়েরা আমাদের নতুন দিন দেখাল, আমাদের মুক্তি দিল।
আবুল হায়াত বলেন, আবার বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, পড়ার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতাকে কেউ যেন ভন্ডুল না করে। তাহলেই আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারব। স্বাধীন দেশের কাছে এটাই বড় চাওয়া। বেশ ভালো লাগছে, একটা জগদ্দল পাথর বুকের ওপর থেকে নেমে গেল।
তিনি আরও বলেন, আজ বারবার সেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের কথা মনে পড়ছে। যেদিন আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। সেদিন ভিড়ের মধ্যে রাস্তায় নিমে গিয়েছিলাম। তখন কোথায় কে মুক্তিযোদ্ধা যাচ্ছে, তাদের চিনি না কিন্তু দৌড়ে গিয়ে হাত মিলিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। সেদিনটি আজ চোখের সামনে ভাসছে। স্বাধীন দেশে যখন আমাদের মন্ত্রীরা আসল, ছুটে গেছি একেকজনকে দেখার জন্য। বিমানবন্দরে মালা নিয়ে গেছি।
জেডএস/