বিনোদন

এখন আবাবিল পাখি ভীষণ প্রয়োজন: ওমর সানী

বিনোদন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞে প্রতিদিনই শতশত মানুষ হতাহত হচ্ছেন। এ দৃশ্য দেখে স্বভাবতই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মানুষের। গাজবাসীদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বব্যাপিসহ বাংলাদেশে বিক্ষোভ ও সমাবেশ করেন।

এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইসরাইলি বর্বর হামলার নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

এবার নিজের জায়গা থেকে প্রতিবাদ করলেন ঢাকাই চিত্রনায়ক ওমর সানি। এক ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, 'হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।'

আরেক ফেসবুক পোস্টে এই অভিনেতা লেখেন, 'আল্লাহ তুমি আমাকে প্যালেস্টাইন কে যেভাবে ধ্বংস দেখিয়েছো, আমার নবীর কসম, ইসরায়েলকে সেভাবে তার চেয়ে আরও কঠিন ধ্বংস দেখতে চাই।'

ওমর সানী ছাড়াও গাজাবাসীদের নিয়ে লিখেছেন আরিফিন শুভ, ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, সিয়াম আহমেদ, সংগীতশিল্পী আসিফ আকবর, জয়া আহসানসহ আরও অনেকে।

প্রসঙ্গত, মক্কা নগরীতে অবস্থিত কা'বা শরীফ এর ধর্মীয় ভাবগাম্ভির্য ও পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ যখন দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকে তখন ইয়ামেনের খ্রিষ্টান গভর্ণর রাজা আব্রাহা ঈর্ষান্বিত হয়ে, রাসূলুল্লাহ (সাঃ)-এর জন্মের ৫০ বা ৫৫ দিন পূর্বে আবরাহা প্রশিক্ষণপ্রাপ্ত হস্তী বাহিনীসহ বিশাল সৈন্যদল নিয়ে কা‘বাগৃহ ধ্বংস করার জন্য এসেছিলেন।

যখন তারা মসজিদুল হারাম শরীফের কাছাকাছি পৌঁছান তখন আল্লাহত’আলা হাজার হাজার আবাবিল পাখি প্রেরণ করেন। পাখি গুলো তাদের ঠোট ও পায়ের তালুতে করে পাথর নিয়ে ঐ সৈন্যদের উপর নিক্ষেপ করতে থাকে এবং তাদের পুরোপুরি ধ্বংস করে দেয়। এই ঘটনার কথা আল্লাহ পবিত্র কুরআনে সুরা আল ফীল-এ বর্ণনা করেছেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | ইসরাইল | ওমর সানী