আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে মাইক্রোসফটের দুই কর্মী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সরবরাহের প্রতিবাদ জানিয়েছিলেন মাইক্রোসফটের দুই কর্মী। প্রতিষ্ঠানটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা এই প্রতিবাদ জানালে, তার জের ধরে তাদের বরখাস্ত করা হয়।

সোমবার (০৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা টাইমস অব ইসরায়েল’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রদিবেদনে বলা হয়েছে, প্রতিবাদ কর্মসূচির পরদিনই মাইক্রোসফট ওই দুই কর্মীকে অফিসিয়াল চিঠির মাধ্যমে বরখাস্ত করে।

প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, উচ্চপর্যায়ের একটি অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে ব্যাঘাত ঘটানো হয়। এ কারণে এক কর্মীর বিরুদ্ধে "অসদাচরণের" অভিযোগ আনা হয় এবং তা বিবেচনায় নিয়েই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অন্য কর্মী ইতোমধ্যে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কিন্তু তাকে পাঁচদিন আগেই চলে যেতে বলা হয়েছে।

শুক্রবার বিক্ষোভ শুরু হয়েছিল যখন প্রতিষ্ঠানটির সফটওয়্যার প্রকৌশলী ইবতিহাল আবুসাদ স্টেজের দিকে ছুটে যান। ওই সময় একজন নির্বাহী নতুন পণ্যের বৈশিষ্ট্য এবং মাইক্রোসফটে’র এআই কার্যক্রমের দীর্ঘমেয়াদি অবস্থান তুলে ধরছিলেন।

অনুষ্ঠানে আবুসাদ মাইক্রোসফট এআই সিইও মুস্তাফা সুলেমানের দিকে চিৎকার করে বলেছিলেন, ‘আপনি দাবি করেন যে আপনি ভালোর জন্য এআই ব্যবহার করার বিষয়ে চিন্তা করেন কিন্তু মাইক্রোসফট ইসরায়েলি সামরিক বাহিনীকে এআই অস্ত্র বিক্রি করে। পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে এবং মাইক্রোসফটের কারণে আমাদের অঞ্চলে এই গণহত্যা হয়েছে।

ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফটের ক্যাম্পাস থেকে লাইভ স্ট্রিম করার সময় দেখা যায়, এই প্রতিবাদটি সুলেমানকে তার বক্তৃতা থামাতে বাধ্য করেছিল। মাইক্রোসফটের প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং প্রাক্তন সিইও স্টিভ বলমার।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন মাইক্রোসফট | ইসরায়েল