আর্কাইভ থেকে অপরাধ

শিশু হাসপতালে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা

শিশু হাসপতালে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা
ঢাকা শিশু হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. মামুন (৩৫)। নিহত ওই ব্যাক্তি মিরপুরের পল্লবী এলাকায় থাকতেন। নিহত ওই যুবক মিরপুরে চা বিক্রি করতেন। রোববার (২৬ মার্চ) দুপুরের দিকে ঢাকা শিশু হাসপাতালে এ ঘটানাটি ঘটছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরে-ই-বাংলা থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া। স্থানীয় সূত্রে জানা যায়, এ্যাম্বুলেন্স চালক এবং আনসার সদস্যদের মারধর করতে থাকলে এক পর্যায়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। লাশ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আছে। নিহতের স্বজনরাও সেখানে রয়েছে। ওসি উৎপল বড়ুয়া জানান, সাইকেল চোর সন্দেহে তাকে ধরা হয়। এ সময় সেখানে মারামারির ঘটনা ঘটেছে। নিহতের ঘটনায় মামলা হয়েছে। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতকদের ধরার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই যুবক মিরপুর এলাকায় চা বিক্রি করতেন।

এ সম্পর্কিত আরও পড়ুন শিশু | হাসপতালে | এক | ব্যাক্তিকে | পিটিয়ে | হত্যা