Connect with us

ক্রিকেট

৮৬ বছরের রেকর্ড ভেঙে নরেন্দ্র মোদিতে ভারতের জয়

Published

on

সবশেষ এমন টেস্ট ম্যাচ কবে দেখেছে ক্রিকেট বিশ্ব কারোই মনে ছিল না। কিন্তু গতকাল ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম তা মনে করিয়ে দিল। পাঁচ দিনের টেস্ট, দুইদিনের পুরো সময়ও মাঠে গড়াতে হলো না তার আগেই ফলাফল বেরিয়ে আসলো। 

১৯৩৫ সালের পর এই প্রথম সবচেয়ে কম দৈর্ঘ্যের টেস্ট ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে মোট ১৪০.২ ওভারে খেলা শেষ হয়ে যায়। ১৯৩৫ সালের পর এটাই সবথেকে কম ওভারে শেষ হওয়া টেস্ট ম্যাচ। এর আগে ১৯৪৬ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটি শেষ হতে ৫ ওভার বেশি লেগেছিল।

বলের হিসাবে এই টেস্টে ৮৪২ বল খেলা হয়। যেখানে ৮৬ বছরের মধ্যে এত কম বলের টেস্ট ম্যাচ দেখেনি ক্রিকেটপ্রেমীরা। তিন বছর আগে আফগানিস্তানকে হারাতে এর চেয়ে ১৮৬ বল বেশি খেলতে হয়েছিল ভারতকে, সেই টেস্টের স্থায়িত্ব ছিল ১০২৮ বল। কলকাতায় ভারত-বাংলাদেশ টেস্ট ছিল ৯৬৮ বলের।

চার ম্যাচ সিরিজে আগের দুই টেস্টে উভয়দল জয় পাওয়ায় সমতা বিরাজ করছিল। তৃতীয় টেস্টে গোলাপি বলে খেলা হয়েছিল। কিন্তু উভয় দলের বোলারদের দাপটে ম্যাচটি মাত্র দেড় দিনেই শেষ হয়ে যায়। চার ইনিংসে ৩৮৬ রানে দুই দলের বোলাররা শিকার করেছেন ৩০ উইকেট। যেখানে শেষ ইনিংসে ৪৯ রানের টার্গেটে বিনা উইকেটে জয় তুলে নেয় ভারত।
 
বুধবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’-এর উদ্বোধনী ম্যাচে প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হয়ে যায়। ব্যাট হাতে প্রথম ইনিংসে ভারতও সুবিধা করতে পারেনি। ইংল্যান্ডের জন্য পাতা ফাঁদে নিজেরাও পড়েছিল। ইংলিশ অধিনায়ক জো রুটের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ভারত গুটিয়ে যায় ১৪৫ রানে। 

এরপর প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হন জো রুটরা। গোলাপি বল হাতে রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে ইংলিশরা গুড়িয়ে যায়। ফলে সিরিজের একমাত্র দিবা-রাত্রির টেস্টে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪৯ রান।

Advertisement

লক্ষ্য তাড়ায় নেমে ৭ দশমিক ৪ ওভারে কোন উইকেটে না হারিয়ে দলকে ১০ উইকেটের বড় জয় উপহার দেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। রোহিত ২৫ বলে ২৫ এবং শুভমান গিলের ২১ বলে ১৫ রানের ইনিংসে সহজে জয়ের বন্দরে পৌঁছে স্বাগতিক ভারত।

এর জয়ের ফলে চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল সফরকারীরা।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্টের তালিকা….
৬৫৬ (বল), অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, মেলবোর্ন, ১৯৩২
৬৭২, ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড, ব্রিজটাউন, ১৯৩৫
৭৮৮, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ম্যানচেস্টার, ১৮৮৮
৭৯২, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, লর্ডস, ১৮৮৮
৭৯৬, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড, কেপটাউন, ১৮৮৯
৮১৫, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ওভাল, ১৯১২
৮৪২, ভারত-ইংল্যান্ড, আহমেদাবাদ, ২০২১

এএ

Advertisement
Advertisement

ক্রিকেট

নিউজিল্যান্ড দলকে বিদায় দিতে এলেন সেই দুই শিশু

Published

on

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে নিউজিল্যান্ড। দলটিকে বিদায় দিতে এসেছিলেন আনগুস ও মাতিলদা। দুই শিশু, যারা কিউই স্কোয়াড ঘোষণার সময় থেকে পরিচিত। বিশ্বকাপ দল ঘোষণার অভিনব আয়োজনের বিষয়টি খুব জনপ্রিয় হয়ে উঠছে। যেখানে নিউজিল্যান্ড যেন বরাবরই চমক দিয়ে থাকে। এবারও কিছুটা ভিন্নধর্মী উপায়ে বিশ্বকাপের দল ঘোষণা করে তারা।

নিউজিল্যান্ড দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দুই শিশু। একজন ছেলে, অন্যজন মেয়ে। নির্বাচকরা সাধারণত যেভাবে সংবাদ সম্মেলনে বসে দল ঘোষণা করে, সেভাবেই কাজটি করেছে তারা।

Advertisement

এই ঘটনার পর বেশ প্রশংসিত ছিল তারা। ক্রিকেট-প্রেমীরা পছন্দ করে নিউজিল্যান্ডের এমন পদ্ধতিতে দল ঘোষণা। এই দুই শিশু এবার আসেন এয়ারপোর্টে, যেখানে বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দিতে যাওয়া নিউজিল্যান্ড দলকে বিদায় দেন তারা।

সেখানেও কিছু মজার মুহূর্ত তৈরি হয়। খেলোয়াড়েরা তাদের প্রশংসা করেন। আনগুস ও মাতিলদা’কে বলেন, তারা দল ঘোষণার কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে। এই দুই শিশু আবার খেলোয়াড়দের কাছে জানতে চায়, তারা কী সিনেমা দেখবে ফ্লাইটে থাকাকালীন।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো নেদারল্যান্ডস

Published

on

শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। যদিও প্রস্তুতি ম্যাচ, তবুও অনেকখানি গুরুত্ব থেকে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অবস্থান করছে গ্রুপ-ডি’তে। যেখানে একই গ্রুপে আছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। মঙ্গলবার (২৮) বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

ফ্লোরিডায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১৬১ রানে অলআউট হয় লঙ্কানরা। বিশ্বকাপে গ্রুপ ডি’তে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকার সাথে আছে বাংলাদেশ।

বাংলাদেশ স্বাভাবিকভাবে নেদারল্যান্ডসের সাথে জিততে চাইবে। সেখানে একরম সতর্কতা বোধ করতে পারে তারা। নেদারল্যান্ডস স্বভাবতই ভালো টি-টোয়েন্টি খেলে থাকে। যার প্রমাণ বহুবার মিলেছে। দক্ষিণ আফ্রিকা দলটিকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপ, দুই টুর্নামেন্টে হারিয়ে দিয়েছিল ডাচরা।

বাংলাদেশ গ্রুপ পর্বের সমীকরণ সাজানোর আগে আরও সচেতন হবে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে কারও সাথেই পারফর্ম করা খুব সহজ কিছু হবে না।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

প্রতিটি ম্যাচ শক্তি অনুযায়ী খেলতে পারলে ফল আসবে: শান্ত

Published

on

‘দ্য গ্রিন রেড স্টোরি’- বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, যা সাধারণ দর্শকরা দেখছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেজ থেকে ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে। আজ (২৯ মে) যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের অভিব্যক্তি, ভাবনা, অধিনায়কত্ব; সবকিছু নিয়ে কথা বলেছেন।

বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে অধিনায়কের কাছে প্রশ্ন আসে সবসময়। দর্শকেরা মুখিয়ে থাকেন। দলের সম্ভাবনা নিয়ে অধিনায়ক কী বক্তব্য দেয়, তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন গণমাধ্যমগুলো। এটি জানা সবসময় গুরুত্বপূর্ণ। অধিনায়ক কী ভাবছেন, তার উপর অনেক কিছুই নির্ভর করে।

নাজমুল হোসেন বলেন, “সম্ভাবনা আমি বলতেই চাই না। কারণ আপনিও চান বাংলাদেশ শিরোপা জিতুক। খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ দল কাপ জিতুক। এটাই সবচেয়ে বড় লক্ষ্য।“

তবে অধিনায়কের দায়িত্বটা আলাদাভাবে বুঝিয়ে দেন শান্ত, “কিন্তু অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিকমতো নিয়েছি কি না, ছোট ছোট কাজগুলো করছি কি না, প্রক্রিয়াটা ঠিক আছে কি না—এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আসবেই। তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই। ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী।“

Advertisement

তিন সংস্করণের অধিনায়ক হয়েছেন শান্ত। সময়টা খুব বেশি দিন হয়নি। উপভোগ করতে চান দায়িত্বটা। দায়িত্ব অনেক বেড়ে গেছে অধিনায়ক হওয়ার পর, তেমনটি মনে করতে চান না শান্ত।

বাংলাদেশ সময় আগামী ২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত