Connect with us

বলিউড

উরফি পেলেন প্রেমপত্র

Published

on

উরফি জাভেদ

কখনও অন্তর্বাসে, কখনও কিছু না পরে রাস্তায় বেরোন উরফি জাভেদ। শুধু রাস্তায় বেরোন তা-ই নয়, ভরা অনুষ্ঠানেও চলে যান উন্মুক্ত শরীরে। যে যাই বলুক, নিন্দার বান বয়ে যাক, কিছুরই পরোয়া নেই উরফির। তবে সম্প্রতি উরফি তার এ ধরণের পোশাকের জন্য ক্ষমা চেয়েছেন। আগামী দিনে মার্জিত পোশাক পরবেন বলে জানিয়েছেন।
রোববার উরফি প্রকাশ্যে আনলেন নিজের চালিকাশক্তি, ভালোবাসার কথা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। একগুচ্ছ সাদা গোলাপ কাচের ফুলদানিতে। তার সামনে চিরকুট মেলে ধরেছেন উরফি। তাতে ছাপার অক্ষরে লেখা, ‘‘প্রিয় উরফি, আমি যা করি সব তোমারই জন্য। যে ভালোবাসা রয়েছে আমাদের মধ্যে, তা বিরল। সারা জীবন তোমার সঙ্গে এ ভাবেই থাকার প্রতিশ্রুতি দিলাম। তোমাকে ছাড়া একটা দিনও ভাবতে পারি না। তোমায় ভালোবাসি।’
নীল নেলপালিশ পরা হাতে উরফির ধরে থাকা সেই প্রেমপত্র নিমেষে ভাইরাল। কে উরফিকে লিখেছেন সেটি? দেখা যায়, আর কেউ নয়, উরফি নিজেই। চিঠির নীচে জ্বলজ্বল করছে উরফিরই নাম। অর্থাৎ, উরফি নিজেই নিজেকে প্রেমপত্র লিখেছেন। নিজেকে ভলোবাসার মন্ত্র দিচ্ছেন তিনি এই ছবিতে। সেই পোস্ট দেখে ভালোবাসা জানালেন অনুরাগীরা। সকলেই বললেন, ‘এই জন্যই উরফি অনুপ্রেরণা।’
উরফি মানেই ছকভাঙা কাজ। এ বার পোশাক কিংবা বিস্ফোরক মন্তব্যে নয়, নতুন ভঙ্গিতে সেই ছক ভেঙে দেখালেন প্রাক্তন ‘বিগ বস্’ প্রতিযোগী। কিছু দিন আগেই এক ফ্যাশন উৎসবে তার পাঁজরের সাজ ভাইরাল হয়েছিল।

বলিউড

কপিল শর্মা শো’তে কাজ দেওয়ার প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তার ১

Published

on

ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’তে কাজের প্রলোভন দেখিযে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২৬ বছর বয়সী ওই নারী মুম্বাই পুলিশের কাছে মামলা দায়েরের পর অভিযুক্ত আনন্দ সিং নামের একজন কাস্টিং এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ঘটনার শিকার হওয়া ঐ নারী বেশ কিছুদিন আগে অনলাইন মাধ্যমে পরিচিত হন আনন্দ সিংয়ের সঙ্গে। অভিযুক্ত তাকে জানায়, তার সঙ্গে বলিউডের বড় বড় ব্যক্তির পরিচয় আছে। তিনি তরুণীকে কপিল শর্মা শোতে যুক্ত করে দেওয়ার বিষয়েও আশ্বাস দেন।

অভিযুক্ত আরও জানান, যদি তার অডিশন ভালো হয়, তাহলে তিনি কাপিল শর্মা শোয়ের কাস্টিং ডিরেক্টরের কাছে নিয়ে যাবেন। এরপর ঐ নারী প্রাথমিক অডিশনের জন্য আনন্দের বাসায় গিয়েছিলেন। সেখানে ধর্ষণের ঘটনা ঘটে।

এরপর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) ধারায় একটি মামলা দায়ের করেন ওই নারী। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তবে বিষয়টি নিয়ে কপিল শর্মা বা এই শোয়ের সংশ্লিষ্টরা এখনও কোনো মন্তব্য করেননি।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এ ঘটনায় অভিযুক্ত আনন্দ সিংকে বৃহস্পতিবার (৩০ মে) আদালতে পেশ করা হবে বলে।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

রাহাকে নিয়ে তড়িঘড়ি ইতালিতে রণলিয়া

Published

on

অনেকটা তড়িঘড়ি করে রবিবার (২৬ মে) রাতে ভারতের মুম্বাই থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হোন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সঙ্গে ছিলেন তাঁদের একমাত্র মেয়ে রাহা কাপুর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে তাঁদের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে।

এক পাপ্পারাজির শেয়ার করা ছবিতে দেখা গেছে, রাহা তার বাবার কোলে বসে আছে। তবে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় আলিয়ার কোলেই ছিল ছোট রাহা। এসময় রণবীর গাড়ি থেকে নেমে পাপ্পারাজিদের উদ্দেশ্যে হাতও নাড়ান।

এদিন আলিয়ার পরনে ছিল ছাই রঙের হুডি ও প্যান্ট। অন্যদিকে, রণবীরকে দেখা গেছে সাদা টি-শার্ট ও ধূসর রঙের ট্রাউজারে। কিন্তু হঠাৎই কেন ইতালি যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই তারকা দম্পতি?

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন বলে ইতালিতে যাচ্ছেন রণবীর-আলিয়া। তিন দিন ধরে ক্রুজে হবে এই অনুষ্ঠান। ক্রুজটি ইতালি থেকে ফ্রান্সের দিকে যাবে। প্রসঙ্গত, এর আগেও ভারতের জামনগরে ৩দিন ব্যাপী প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়েছিল। সেখানে দেশ-বিদেশের বহু অতিথি উপস্থিত ছিলেন, ছিলেন রাহা-রণবীর-আলিয়াও।

ধারণা করা হচ্ছে, এবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠান হবে আরো বিলাসবহুল এবং জমকালো।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

আব্রামের যোগাযোগ বাড়াতে করিনাকে অভিনব প্রস্তাব শাহরুখের

Published

on

রবিবার তৃতীয়বারের মতো আইপিএল-এর ট্রফি জিতল শাহরুখের টিম কলকাতা নাইট রাইর্ডাস। সেদিনই ছিল আব্রামের জন্মদিন। দেখতে দেখতে ১১-এ পা দিলো শাহরুখ খান ও গৌরী খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান। বলতে গেলে, বাবার চোখের মণি আব্রাম। সব সময়ে শাহরুখের সঙ্গেই থাকে তার আদরের ছোট ছেলে। চলতি বছর আইপিএলে প্রায় প্রতিটি ম্যাচে বাবার সঙ্গে দেখা গেছে আব্রামকে।

তাই স্বাভাবিকভাবেই রবিবার (২৬ মে) দিন’টি খান পরিবারের জন্য ছিল বিশেষ। এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছেন শাহরুখ নিজেই। ছেলে আব্রামের সঙ্গে নাকি কাপুর পরিবারের যোগাযোগ বাড়াতে চান কিং খান। আর সে কারণে কারিনা কাপুরকে এক প্রস্তাব দিয়ে বসেন!

বলিউডে এক দিকে খান পরিবার, অন্যদিকে কাপুররা। পারিবারিক আভিজাত্যের দিক থেকে কেউ কম যান না। বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খান। জুটি বেঁধে একাধিক ছবিতে কাজ করেছেন। তবে একটা আফসোস রয়ে গেছে শাহরুখের মনে। কাপুর পরিবারের মেয়ে কারিনার সঙ্গে কাজ করলেও এই পরিবারের পুরুষদের সঙ্গে কাজ করা হয়নি তাঁর।

শাহরুখের ইচ্ছে বাবার অপূর্ণতাই পূরণ করবে ছেলে আব্রাম। কারিনার ছেলে তৈমুর আলি খান ও আব্রাম ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে এমনটাই ইচ্ছে শাহরুখের। এই মুহূর্তে করিনার ছেলের বয়স ৬ বছর। তবে শাহরুখের এই পরিকল্পনা আরও আগের। ২০১৭ সালেই শাহরুখ তাঁর একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাকেন করিনাকে। তখনই অভিনেত্রী শাহরুখকে আক্ষেপের সুরেই জানান, কাপুর পরিবারের পুরুষদের সঙ্গে শাহরুখ মোটেও কাজ করেননা।

করিনা যেই না এমনটা বলেন, তখনই পরিকল্পনাটা চলে আসে অভিনেতার মাথায়। শাহরুখ বলেন, ‘আমার কাজ করা হয়নি। তবে বড় হয়ে তৈমুর ও আব্রাম একসঙ্গে কাজ করবে এটাই ইচ্ছে।’

Advertisement

আব্রাম ও তৈমুর দু’জনেই এখন অনেকটা ছোট, তবে এই দুই তারকাসন্তান বড়পর্দায় এলে সেই যুগলবন্দি দেখার অপেক্ষায় থাকবেন শাহরুখ ও কারিনার অনুরাগীরা!

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version