Connect with us

বিনোদন

সেন্সরবোর্ডে ভারতের ‘পাঠান’, ১২ মে বাংলাদেশে মুক্তির পরিকল্পনা

Published

on

পাঠান

বলিউড তারকা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা জমা পড়েছে বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডে।

বুধবার (৩ মে) সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন গ্লিটজকে বলেন, “পাঠান সিনেমাটি সেন্সরবোর্ডে জমা পড়েছে। তবে সিনেমাটি দেখার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।”

এদিকে বাংলাদেশে সিনেমাটি আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে পাঠান মুক্তি দিতে চায়।

এ কোম্পানির স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেন, “সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করব। আমরা চেয়েছিলাম ৫ মে।এখন সমিতিগুলো যেহেতু আপত্তি করেছে। তাই আগামী ১২ মে আমরা সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছি।”

দক্ষিণ এশিয়া আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির সরকারি অনুমতি মেলার পর প্রথম কোনো হিন্দি সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়ল।

Advertisement

হিন্দি সিনেমা আমদানি নিয়ে কয়েক মাস ধরে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শেষে গত ১১ এপ্রিল একগুচ্ছ শর্তে ভারতীয় উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। এর ফলে দেশের হলগুলোতে হিন্দি সিনেমা দেখানোর বাধা কাটে।

শর্ত হল, প্রথম বছরে দশটি উপমাহাদেশীয় সিনেমা দেশে আনতে হলে সমান সংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানি করতে হবে। হলে দেখানোর আগে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে হবে। এছাড়া আরও কিছু শর্ত রাখা হয়েছে সিনেমা আনার ক্ষেত্রে।

হিন্দি সিনেমা ‍মুক্তির অনুমতি দেওয়ায় সে সময় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সিনেমা হল মালিক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস। এর মধ্য দিয়ে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি ‘ঘুরে দাঁড়াবে’ বলেও তিনি আশাবাদী।

তবে চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম মনে করেন, ভারতীয় সিনেমা আমদানির অনুমতির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র শিল্পের সংকটের সমাধান হবে না।

দেশের চলচ্চিত্র শিল্পকে সুরক্ষা দিতে স্বাধীনতার পর থেকে ভারতীয় সিনেমা আমদানি নিষিদ্ধ ছিল। দশককাল আগে একবার সরকার অনুমতি দিলেও চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিরোধিতার মুখে পিছু হটে।

Advertisement

এবারে হিন্দি সিনেমা হলে দেখানোর দাবি ওঠে গত ২৫ জানুয়ারিতে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির পর। সে সময় হল মালিকরা চাইছিলেন ফেব্রুয়ারির শুরুতেই দর্শকদের পাঠান দেখাতে।

এরপর প্রদর্শক সমিতি প্রেক্ষাগৃহগুলোতে আবার ভারতীয় চলচ্চিত্র দেখানোর দেন-দরবার শুরু করে। তাতে অন্য কয়েকটি সংগঠনও সমর্থন দেয়। একাত্মতা জানায় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। তাদের কথা ছিল, শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির করা যেতে পারে।

দেশে উপমহাদেশীয় ভাষার সিনেমা আমদানির পক্ষে মত দিয়েছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদও।

নির্মাতা অনন্য মামুন বলেন, “আমরা তো চেয়েছিলাম  মে মাসে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিতে। এখন দেশের চলচ্চিত্র সমিতিগুলো চাইছে একটু পিছিয়ে মুক্তি দিতে।”

‘পাঠান’ মুক্তি নিয়ে আলোচনার মধ্যে গত রোববার ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছে ঈদে মুক্তিপ্রাপ্ত আট সিনেমার পরিচালক। এই নির্মাতার মনে করছেন, ঈদের পরের সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে পাঠান ‍মুক্তি পেলে তাদের সিনেমা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Advertisement

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লোকাল’ সিনেমার পরিচালক সাইফ চন্দন বলেন, “ঈদের প্রতিটি ছবিই কমবেশি দর্শক টানছে। এগুলোকে ভালোভাবে ব্যবসা করতে হলে তিন-চার সপ্তাহ সিনেমা হলে চালাতে দেওয়া উচিত। ফলে ‘পাঠান’ সিনেমাটি দুই-তিন সপ্তাহ পর মুক্তি পেলে ভালো।”

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত হিন্দি, তামিল, তেলেগুসহ কয়েকটি ভাষায় মুক্তি পাওয়া পাঠান সিনেমা আয়ের দিক থেকে হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছে।

পাঁচ বছর পর এই সিনেমা দিয়ে অভিনয়ে ফেরা শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন এবং খল চরিত্রে জন আব্রাহাম অভিনয় করেছেন।

টলিউড

শিম্পাঞ্জির সঙ্গে নুসরাতের জুটি!

Published

on

প্রেম বিলি করতে অভিনেত্রী নুসরাতের সঙ্গী এবার যশের বদলে অন্য কেউ। তবে কি সঙ্গী বদলালেন তিনি? নুসরাতের ভক্তদের মনে উঁকি দিচ্ছে এমনই সব প্রশ্ন।

রোববার (২৮ এপ্রিল) সকালে সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন নুসরাত। সেখানে দেখা যাচ্ছে, একটি শিম্পাঞ্জিকে কোলে নিয়েছেন তিনি। দু’জনেই খোশমেজাজে। অভিনেত্রীর কোলে উঠে শিম্পাঞ্জিটিকে তার গালে চুম্বন করতেও দেখা গিয়েছে। ভিডিও’র সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘‘ভালবাসা এবং চুম্বন ছড়িয়ে দিচ্ছি।’’

কিন্তু হঠাৎ এই ভিডিওটি পোস্ট করলেন কেন অভিনেত্রী, তা নিয়ে দুই শিবিরে বিভক্ত নেটাগরিকরা। কারও প্রশ্ন যশ কোথায়? কেউ আবার ভিডিওটিকে ‘মিষ্টি’ বলে উল্লেখ করেছেন।

 

এই ভিডিও দেখে সমাজমাধ্যমে কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষও করেছেন। নিন্দুকদের মতে, দু’জনের ঠোঁট নাকি একই রকম! যদিও নুসরত এ সব মন্তব্যের কোনও উত্তর দেননি। তিনি ভালবাসার ফেরিওয়ালার ভূমিকায় ভালই রয়েছেন।

Advertisement

জানা গেছে, ঈদের পর যশকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন নুসরাত। সেখান থেকে যুগলে একাধিক ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন। নুসরাতের ভিডিওটি সেখানেই তোলা হয়েছে। নুসরাত যেমন শিম্পাঞ্জি কোলে ভিডিও দিয়েছেন, তেমনই যশ আবার বাঘের ছানাকে কোলে নিয়ে দুধ খাওয়ানোর ছবি পোস্ট করেছেন। অনুরাগীদের মধ্যে সেই ছবিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

চলতি বছরে ‘সেন্টিমেন্টাল’ ছবিতে যশ-নুসরত জুটিকে দেখেছেন দর্শক।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

হিন্দি সিরিয়ালের প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ নায়িকার

Published

on

হিন্দি সিরিয়াল করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। এমনই বিস্ফোরক অভিযোগ বাঙালি অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়ের। দিনের পর দিন তাকে নিগ্রহ করা হয়েছে। পাঁচ মাসের পারিশ্রমিকও দেয়া হয়নি। এমনই অভিযোগ নায়িকার। অভিযুক্তের নাম কুন্দন সিং। কৃষ্ণা অভিনীত ‘শুভ শগুন’ সিরিয়ালের প্রযোজক ছিলেন তিনি।

২০২২ সালের মে মাসে ‘দঙ্গল’ টিভির ‘শুভ শগুন’ সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়। সে বছরের অক্টোবর মাসেই সিরিয়ালটি শেষ হয়ে যায়। সিরিয়ালের সেটে হেনস্তার অভিযোগটি কৃষ্ণা সোশাল মিডিয়ায় জানান তিনি।

ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, “আমার এর আগে কখনও মনের এই কথা বলার সাহস হয়নি, কিন্তু আজ আমি আর পারছি না। আমি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর গেলো দেড় বছর মোটেও সহজ ছিল না। আমি মানসিক অবসাদে ভুগছিলাম, একা থাকলে অ্যংজাইটি হতো, জোরে জোরে কাঁদতাম।”

অভিনেত্রীর দাবি, এ সব শুরু হয়েছিল দঙ্গল টিভির ‘শুভ শগুন’ সিরিয়ালের শুটিংয়ের সময় থেকে। সেটা তার জীবনে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। লোকজনের কথা শুনেই সিরিয়ালের চুক্তিপত্রে সই করেছিলেন বলে জানান কৃষ্ণা। অভিনেত্রীর অভিযোগ, প্রোডাকশন হাউস ও প্রযোজক কুন্দন সিং একাধিকবার তাকে হেনস্তা করেছেন।


কৃষ্ণার কথায়, ‘আমি অসুস্থ ছিলাম বলে আমায় মেকআপ রুমে আটকে দিয়েছিল।  আমি শুটিং করতে চাইনি কারণ ওরা আমার পারিশ্রমিক দিচ্ছিল না, আমি তো অসুস্থও ছিলাম। আমি যখন ড্রেস চেঞ্জ করছিলাম আমার মেকআপ রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল যেন ভেঙেই ফেলবে। আমার পাঁচ মাসের পারিশ্রমিক দেয়নি। আর তা সত্যিই অনেকগুলো টাকা। বারবার দঙ্গল আর প্রযোজনা সংস্থার অফিসে গিয়েছি, পাত্তাই দেয়া হয়নি। আমাকে তো হুমকিও দেয়া হয়েছিল। আমি ভয় পেয়েছিলাম, ভেঙে পড়েছিলাম। অনেকের কাছে সাহায্য চেয়েছি, পাইনি। অনেকে আমায় প্রশ্ন করেন, কেন কোনও শো করছি না। এই হচ্ছে কারণ। আমি খুব ভয় পাই আবার যদি এরকম হয়? আমার বিচার চাই।’

উল্লেখ্য, ২০২২ সালে শেষবার ‘হসরতে’ সিরিয়ালে দেখা গিয়েছিল কৃষ্ণাকে। ২০২৩ সালে নেভি অফিসার চিরাগ বাটলিওয়ালাকে বিয়ে করেন তিনি। কৃষ্ণার এই অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছেন অভিযুক্ত প্রযোজক কুন্দন সিং।

পুরো পরতিবেদনটি পড়ুন

হলিউড

ষাটের ‘তরুণী’ আলেজান্দ্রার ‘মিস ইউনিভার্স’ জয়

Published

on

বয়স কেবল সংখ্যামাত্র। ঠিক এই কথাটাই সত্যি প্রমাণ করে দেখালেন ৬০ বছর বয়সি আর্জেন্টাইন নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। সেরা সুন্দরীর খেতাব জিতে ইতিহাস তৈরি করলেন ৬০ বছর বয়সি এ নারী, জিতেছেন ‘মিস ইউনিভার্স’-এর মুকুট। তবে এখনো তিনি মিস ইউনিভার্সের মূল আসর জয় করতে পারেননি।

বুধবার (২৪ এপ্রিল) আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ বুয়েনস এইরেস প্রদেশের মিস ইউনিভার্স খেতাব জিতেছেন। এর মাধ্যমে তিনি মিস ইউনিভার্সের আগামী আসরে অংশ নেয়ার দৌঁড়ে সামিল হলেন!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুয়েনস এইরেসের লা প্লাটার বাসিন্দা আলেজান্দ্রা। তিনি পেশায় একজন সাংবাদিক ও আইনজীবী।

আলেজান্দ্রাই প্রথম নারী যিনি এই বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতলেন। মার্জিত ভাব, লাবণ্য এবং নজরকাড়া হাসিতে তিনি বিচারক এবং দর্শক উভয়কেই বিমোহিত করেছেন। বয়সকে দেখালেন বুড়ো আঙুল। আজ তার নাম গোটা বিশ্বের কাছে পরিচিত হল।

কারণ তিনিই প্রথম যে ৬০ বছর বয়সে সৌন্দর্য্য প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েছেন। ২৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়া সৌন্দর্য্য প্রতিযোগিতায় আরও ৩৪ জনের সঙ্গে নাম লেখান আলেজান্দ্রা, যেখানে ছিলেন ১৮ বছর থেকে ৭৩ বছর বয়সী মহিলারা।

Advertisement

আর্জেন্তিনার বুয়েনাস আইরেস অঞ্চলের রাজধানী শহর লা প্লাতার বাসিন্দা আলেজান্দ্রা। হাইস্কুল শেষ করে আলেজান্দ্রা সাংবাদিকতাকে তার পেশা হিসেবে বেছে নেন। এরপর তিনি আইন নিয়ে পড়াশোনা শেষ করেন। এক আর্জেন্তিনীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আলেজান্দ্রা বলেন, তিনি এক হাসপাতালে আইনি উপদেষ্টার পদে রয়েছেন।

তার বিশ্বাস ছিল যে কোনও সৌন্দর্য্য প্রতিযোগিতার জন্য তার বয়স পেরিয়েছে অনেকদিন। কিন্তু ২০২৩ সালে যখন নতুন নিয়ম চালু হয়, তার দৃষ্টিভঙ্গী বদলায়।

‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৯৫২ সালে, ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় সেই সকল মহিলারাই অংশ নিতে পারতেন যাদের বয়স ছিল ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়া তাদের ‘সিঙ্গেল’ অর্থাৎ অবিবাহিত হতে হত এবং সন্তান থাকলেও চলত না। গেলো বছর প্রতিযোগিতার নিয়ম বদলে বলা হয় ১৮ থেকে ৭৩ বছর বয়সী যে কোনও মহিলাই অংশ নিতে পারবেন।

আলেজান্দ্রা রদ্রিগেজ, যার রূপ মোহিত করেছে বিশ্ববাসীকে, নিজের সৌন্দর্য্য ও সুস্বাস্থ্যের জন্য সুস্থ, পরিমিত জীবনযাপনকে সৌজন্য দিয়েছেন। নিজের খাদ্যাভ্যাস নিয়ম করে মেনে চলেন তিনি, এবং সক্রিয় থাকেন সবসময়, জানান আলেজান্দ্রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে আলেজান্দ্রা জানান, তিনি আগামী মাসে শুরু হতে যাওয়া মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগিতায় অংশ নেবেন। এ ছাড়া এ বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে হতে যাওয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর্জেন্টিনার হয়ে অংশ নিতে চান আলেজান্দ্রা।

Advertisement

সেরা সুন্দরীর খেতাব জেতার প্রসঙ্গে আলেজান্দ্রা বলেন, ‘আমি সৌন্দর্য প্রতিযোগিতায় এই নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরে রোমাঞ্চিত। কারণ আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি।’

এই বয়সেও মাথা ঘুরিয়ে দেয়ার মতো সৌন্দর্যের রহস্যও ফাঁস করেছেন আলেজান্দ্রা। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘জীবনযাত্রায় নিয়মানুবর্তিতা ও সঠিক খাদ্যাভ্যাসই এই রহস্যের মূল চাবিকাঠি। মূল বিষয়টি হল স্বাস্থ্যকর জীবন যাপন। ভালো খাওয়া, শারীরিক অনুশীলন, এগুলিই একমাত্র পথ সুন্দর হওয়ার।’

 

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

জাতীয়45 mins ago

বিএসটিআইতে হালাল সার্টিফিকেটের মূল্যায়ণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘বিএসটিআই হতে প্রদানকৃত হালাল সার্টিফিকেটের মূল্যায়ণ’ শীর্ষক স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীরা বিএসটিআই হতে প্রাপ্ত হালাল সনদ গ্রহণ...

জাতীয়1 hour ago

‘ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন যেন তথ্য নিয়ন্ত্রণের জায়গা না হয়’

ব্যক্তিগত তথ্য সুরক্ষার নামে যে আইনটি তৈরি করা হচ্ছে এটি ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণমূলক আইন হওয়ার ঝুঁকি রয়েছে। যা আমরা চাই...

জাতীয়2 hours ago

‘কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারে’

ঈদুল আজহা সামনে রেখে গরু বা অন্য কোনো পশু আমদানির পরিকল্পনা সরকারের নেই। কারণ, দেশে পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু লালন-পালন...

অপরাধ5 hours ago

‘আমি সেলিব্রেটি হতে আসি নাই, সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই’

‘আমি সেলিব্রেটি হতে আসি নাই, সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই’। বললেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক...

অপরাধ6 hours ago

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩ 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও...

জাতীয়7 hours ago

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন সিলেটের আবু সালেহ মোঃ ইউসুফ ও কুমিল্লার বাবুল মিয়া। স্থানীয়...

জাতীয়7 hours ago

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি অনুশীলনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি   

শোভন কর্মপরিবেশ নিশ্চিতকল্পে দেশীয় ও বৈশ্বিক শ্রমমান অনুযায়ী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি অনুশীলনকে জাতীয় সংস্কৃতি হিসেবে গড়ে তোলাও অত্যন্ত জরুরি।...

আইন-বিচার8 hours ago

পিনাকীর বিরুদ্ধে চার্জশিট দাখিল, গ্রেপ্তারির আবেদন

মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে...

আইন-বিচার8 hours ago

আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে চলবে বিচারকাজ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। রোববার (২৮ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাস...

জাতীয়8 hours ago

শেখ জামালের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের...

Advertisement
চট্টগ্রাম3 mins ago

রোহিঙ্গা ক্যাম্পে দেশি-বিদেশি অস্ত্র গুলিসহ ৫ সন্ত্রাসী আটক

ঢাকা6 mins ago

রাজধানীতে গরমে অসুস্থ হয়ে অটোরিকশা যাত্রীর মৃত্যু

চট্টগ্রাম10 mins ago

৪৫ ডিগ্রিতে ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

অন্যান্য15 mins ago

আন্তর্জাতিক টেনিস ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জন করলেন মাসফিয়া

ক্রিকেট26 mins ago

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো ভারত

লাইফস্টাইল31 mins ago

ম্যাট লিপ্সটিকেও গরমে ফাটছে ঠোঁট

জাতীয়45 mins ago

বিএসটিআইতে হালাল সার্টিফিকেটের মূল্যায়ণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাইফস্টাইল55 mins ago

তীব্র গরমে শিশুদের ব্যস্ত রাখবেন যেভাবে

জাতীয়1 hour ago

‘ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন যেন তথ্য নিয়ন্ত্রণের জায়গা না হয়’

টুকিটাকি1 hour ago

দেবর দ্বারা ধর্ষিত, ঘটনা জেনে বউকে হত্যাচেষ্টা স্বামীর

বাংলাদেশ4 days ago

শাকিবকে বিয়ের আগেই বুবলী বিবাহিত ও এক সন্তানের জননী, বোমা ফাটালেন সুরুজ বাঙালি

বাংলাদেশ6 days ago

তীব্র তাপদাহের মধ্যে যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

দুর্ঘটনা2 days ago

৯ দিনে একে একে মারা গেলেন ৩ ভাই

টুকিটাকি4 days ago

ঋণ পেতে মৃত চাচাকে ব্যাংকে নিয়ে গেলেন ভাতিজি

ঢাকা5 days ago

ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা

বলিউড7 days ago

শাহিদ কাপূরের বিলাসবহুল ভ্রমণের তালিকা ফাঁস!

বাংলাদেশ2 days ago

এক মিনিটের জন্য বিসিএসের স্বপ্ন চুরমার!

বাংলাদেশ4 days ago

র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত

বাংলাদেশ6 days ago

ধোনি-সাক্ষীর চরম প্রেমের কাহিনী, শুনলে গায়ে কাঁটা দেবে!

জাতীয়5 days ago

১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়লো

উত্তর আমেরিকা3 days ago

সামনে ‘যুদ্ধবিরোধী’ কুমির, আটকে গেলো মার্কিন বিমান (ভিডিও)

আইন-বিচার1 week ago

বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

জাতীয়1 month ago

গায়ের চাদর না পুড়িয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান: প্রধানমন্ত্রী

ফুটবল1 month ago

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচ জানালেন এটা মাত্র শুরু

টুকিটাকি1 month ago

জিলাপির প্যাঁচে লুকিয়ে আছে যে রহস্য!

অর্থনীতি2 months ago

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

বাংলাদেশ2 months ago

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার কিশোরীর ঠিকানা খুঁজছে পুলিশ

হলিউড2 months ago

নীল দুনিয়ায় অভিনেত্রী সোফিয়ার রহস্যজনক মৃত্যু

ফুটবল2 months ago

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

টুকিটাকি2 months ago

রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে শখ, মাইনাস ২৫ ডিগ্রিতে বসলো বিয়ের আসর

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বেঙ্গল টেলিভিশন লিমিটেড , ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন : 01878-184154, ই-মেইল : contact.bayannotv@gmail.com
© 2023 bayanno.tv

কারিগরি সহায়তায়
Exit mobile version