আর্কাইভ থেকে বাংলাদেশ

কোন চ্যানেল কি বললো সেটা আামার রাজনীতি নয়: প্রধানমন্ত্রী

কোন চ্যানেল কি বললো সেটা আামার রাজনীতি নয়: প্রধানমন্ত্রী

কোন চ্যানেল কি বললো, না বললো সেটা আমার রাজনীতি নয়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স যুক্ত হন প্রধানমন্ত্রী। কনফারেন্সের প্রশ্নোত্তর পর্বে আলজাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ প্রতিবেদন নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ওঅশ্লীলতা দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার আছে। 

তিনি বলেন, সমালোচনা যারা করার তারা তো করবে। যারা বলছে, বলতে থাকুক। দেশের পরিস্থিতিতে এ আইন করা হয়েছে। আমার বয়স তো ৭৫ বছর। স্কুলজীবন থেকে রাস্তায় নামার অভ্যাস আছে। ১৯৬২ সাল থেকে রাজনীতি করে আসছি। দেশের সবাইকে আমার চেনা আছে। কারাগারে অসুস্থতার কারণে কেউ মারা গেলে কার কী করার আছে?

কনফারেন্সে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্যতা অর্জন করার সুখবর জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ, আজকের বাংলাদেশ একটি বদলে যাওয়া বাংলাদেশ, আমি একজন নগণ্য সেবক মাত্র।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ অবশ্যই আমাদের জন্য গর্বের ও এক ঐতিহাসিক ঘটনা। এটি এমন এক সময়ে হয়েছে যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি। প্রধানমন্ত্রী বলেন, এ কৃতিত্ব সম্পূর্ণই দেশের নাগরিকদের।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যানেল | বললো | সেটা | আামার | রাজনীতি | প্রধানমন্ত্রী