আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশের সবাইকে আমার চেনা আছে: প্রধানমন্ত্রী

দেশের সবাইকে আমার চেনা আছে: প্রধানমন্ত্রী

আমার বয়স ৭৫ বছর। সেই স্কুল জীবন থেকে রাজনীতি করছি। কাজেই এ দেশের সবাইকে আমার চেনা আছে। কে কি করতে পারে আমার জানা আছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ওঅশ্লীলতা দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার আছে। ডিজিটাল বাংলাদেশ যেহেতু গড়ে তুলেছি, এজন্য ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে যাতে করে আমাদের শিশুরা বিপথগামী না হয়। কেউ যেন সন্ত্রাস-জঙ্গিবাদে না জড়াতে পারে, সেজন্য ডিজিটাল নিরাপত্তা অপরিহার্য। সেজন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল নিরাপত্তা দিচ্ছি।

কনফারেন্সে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্যতা অর্জন করার সুখবর জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গতকাল (২৬ ফেব্রুয়ারি) স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি।

শেখ হাসিনা বলেন, সমগ্র জাতির জন্য এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমাদের এই উত্তরণ এমন এক সময়ে ঘটল, যখন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য এ উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা। এ কৃতিত্ব এ দেশের আপামর জনসাধারণের। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইলফলক অর্জন করতে পেরেছি।

প্রসঙ্গত, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি-সিডিপি’র ত্রি-বার্ষিক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত  নেয়া হয়েছে। এই স্বীকৃতি পেতে কোন উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় হতে হয়, কমপক্ষে ১২৩০ ডলার। ২০২০ সালেই বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার। সংস্থাটির বিবেচনায় মানবসম্পদ সূচকে বাংলাদেশ ৯ দশমিক ৩ আর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকেও ৭ দশমিক ২ পয়েন্ট এগিয়ে আছে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন দেশের | সবাইকে | আমার | চেনা | আছে | প্রধানমন্ত্রী