রাজধানী

নিখোঁজের ২১দিন পর মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর এক নারী ও তার কিশোরী কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রোকেয়া রহমান (৩২) এবং তার ১৪ বছর বয়সী মেয়ে ফাতেমা। ফাতেমা স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। তারা দুজনই আইনজীবীর সহকারী মো. শাহীন মিয়ার স্ত্রী ও কন্যা। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত কালিন্দী ইউনিয়নের মুক্তির বাগ এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রনি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ ডিসেম্বর স্ত্রী ও মেয়ের নিখোঁজের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শাহীন মিয়া।

পুলিশ জানায়, মুক্তির বাগ এলাকায় শামীম মিয়ার মালিকানাধীন একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ফাতেমার গৃহশিক্ষিকা মিমের ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রনি চৌধুরী জানান, ফ্ল্যাটের খাটের নিচ থেকে রোকেয়া রহমানের মরদেহ এবং বাথরুমের সানশেড থেকে তার মেয়ে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাতেমার গৃহশিক্ষিকা মিমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহতদের স্বজনদের অভিযোগ, নিখোঁজের পর থানায় যোগাযোগ করা হলেও তারা পুলিশের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাননি। এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা #কেরাণিগঞ্জ #অর্ধগলিত মরদেহ উদ্ধার #মা ও মেয়ে