রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে  বৈঠক করেছেন  যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগ

বৈঠকে গ্রিয়ার জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্কহার হ্রাসের বিষয়ে আলোচনা করেছেন। প্রস্তাব করা হয়েছে যে, বাংলাদেশের পোশাক শিল্পে যদি যুক্তরাষ্ট্রের শতভাগ তুলা অথবা দেশটিতে উৎপাদিত ম্যানমেড ফাইবারব্যবহার করা হয়, তবে সেসব পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশেষ শুল্ক সুবিধা দেওয়া হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এটি উভয় দেশের জন্য একটি উইন-উইনফর্মুলা। এটি একদিকে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়াবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাতও উপকৃত হবে।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এই বাণিজ্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বেসরকারি বিনিয়োগে ডিএফসি অর্থায়নের সুযোগ পেলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ দ্রুত সম্প্রসারণ সম্ভব হবে।

বৈঠকের শেষে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে।

প্রসঙ্গত,  বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, পরিচালক এমিলি অ্যাশবি এবং জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র প্রফেসর ড. মোহাম্মদ নাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত