চলমান সরকারবিরোধী বিক্ষোভের জেরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। এর মধ্যেই ইন্টারনেট পুনরায় চালু হওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে দেশটি। ইরানের নববর্ষ নওরোজ (২০ মার্চ) পর্যন্ত সারাদেশে ইন্টারনেট বন্ধ রাখার পরিকল্পনা করছে সরকার ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইরানের সরকারি মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা ইরানওয়্যারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সাংবাদিকদের জানিয়েছেন, নওরোজের আগে আন্তর্জাতিক অনলাইন সেবায় প্রবেশাধিকার পুনর্বহাল করা হবে না।
ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসের তথ্যমতে, ইরানে চলমান এই ব্ল্যাকআউট ইতোমধ্যে ১৮০ ঘণ্টা অতিক্রম করেছে। যা ২০১৯ সালের ইন্টারনেট বন্ধের সময়কালকেও ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশটির কোথাও আংশিক বা আঞ্চলিকভাবে ইন্টারনেট চালু করা হয়নি।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, ইরানি কর্তৃপক্ষ একটি ‘ইন্টারনেট কিল সুইচ’ প্রকল্প বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদি দেশব্যাপী ইন্টারনেট বন্ধ আরও সহজে কার্যকর করা সম্ভব হবে।
উল্লেখ্য, ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন গত কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট হিসেবে বিবেচিত হচ্ছে।
এসএইচ//