আন্তর্জাতিক

গাজায় টেকনোক্র্যাট সরকার গঠন, সমর্থন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার প্রশাসনিক সংকট মোকাবিলায় ১৫ সদস্যের একটি বেসামরিক টেকনোক্র্যাট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে মনোনীত হয়েছেন পশ্চিম তীরের প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মিশরীয় সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ নামে এই কমিটি মিশর, কাতার ও তুরস্কের তত্ত্বাবধানে গঠিত হয়েছে। কমিটির দায়িত্ব হবে যুদ্ধ-পরবর্তী গাজার পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা।

আলী আবদেল হামিদ শাথ এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপ-পরিকল্পনামন্ত্রী ছিলেন। নতুন এই টেকনোক্র্যাট সরকার গঠনের মাধ্যমে গাজায় প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিটিকে সমর্থন জানিয়ে ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এই কমিটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে কাজ করবে।

মূলত গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর প্রেক্ষাপটেই এই প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা উপত্যকা #টেকনোক্র্যাট #আলী আবদেল হামিদ শাথ #ট্রাম্প