রাজনীতি

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিতব্য এই শোকসভায় উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং দেশ ও জাতির প্রতি খালেদা জিয়ার অবদানের প্রতি সম্মান জানিয়ে একটি মানবিক ও মর্যাদাপূর্ণ নাগরিক উদ্যোগ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। সেখানে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, গেল ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে যে শোকের আবহ তৈরি হয়েছিল, তা ছিল সর্বস্তরের মানুষের অনুভূতির প্রতিফলন। সেই সম্মিলিত আবেগ থেকেই নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করার এই আয়োজন।

শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেবেন। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠী এবং সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আয়োজকেরা জানান, দুপুর ১২টা থেকে প্রবেশের গেট খোলা হবে। অংশগ্রহণকারীদের গেট নম্বর ৬ দিয়ে প্রবেশ করতে হবে এবং অনুষ্ঠান শেষে আসাদ গেট দিয়ে বের হতে হবে। গেট নম্বর ১ ও ১২ দিয়ে আগত অতিথিদের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। বকুলতলা গেট (গেট নম্বর ১২) দিয়ে কেবল পায়ে হেঁটে প্রবেশ করা যাবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশের অনুমতি থাকবে না। তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য প্রয়োজনে বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। একইভাবে গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রেও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #খালেদা জিয়া