বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গেল ১২ জানুয়ারি লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। জয়শ্রী কবিরের মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের ভাগ্নে জাভেদ মাহমুদ।
১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ উপাধি অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন জয়শ্রী কবির। সুনীল গঙ্গোপাধ্যায়ের মূল গল্প অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায়ের একটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি ১৯৭০-এর দশকে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর আলমগীর কবির পরিচালিত ‘সূর্যকন্যা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি। আলমগীর কবির পরিচালিত চারটি চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন জয়শ্রী কবির।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ‘সূর্যকন্যা’ (১৯৭৫), ‘অসাধারণ’ (১৯৭৬), ‘সীমানা পেরিয়ে’ (১৯৭৭), ‘রূপালী সৈকতে’ (১৯৭৯), ‘দেনা পাওনা’ (১৯৮১), ‘মোহনা’ (১৯৮২), ‘নালিশ’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩) এবং ‘শহর থেকে দূরে’ (১৯৮৪)।
চলচ্চিত্র জীবন থেকে সরে যাওয়ার পর জয়শ্রী কবির দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছিলেন। সেখানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এসএইচ//