রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল সাকিব বায়ান্ন টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরা পশ্চিম থানার তথ্যমতে, এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) এবং তার ১৭ বছর বয়সি ছেলে রাহাব।
পুলিশ জানায়, নিহত ছয়জনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য—স্বামী, স্ত্রী ও সন্তান। তারা ভবনটির পঞ্চম তলায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাকি নিহতদের পরিচয় জানতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন পুলিশ।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
এমএ//