আন্তর্জাতিক

৮০০ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

টানা কয়েক সপ্তাহের প্রতিবাদের মধ্যে ইরান সরকার নির্ধারিত ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, পরিস্থিতি তারা ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে। শুক্রবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিদেবনে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এখন জানেন যে ‘গতকাল কার্যকর হওয়ার কথা ছিল এমন ৮০০টি মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।’ 

তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরান–সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করছে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপের সব বিকল্প খোলা রয়েছে।

লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ও তার দল পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখছে। প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়ার জন্য সব ধরনের বিকল্প বিবেচনায় আছে।’ এর আগে ট্রাম্প একাধিকবার ইরানের প্রতিবাদকারীদের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, প্রতিবাদকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ওয়াশিংটন ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেবে।

অন্যদিকে, ইরান সরকার দাবি করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশটির অভ্যন্তরীণ ‘দাঙ্গা’ ও ‘সন্ত্রাসবাদে’ মদদ দিচ্ছে। তবে হতাহত বা আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো তেহরান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) অনুমান করেছে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত ২ হাজার ৬০০–এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে প্রতিবাদকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য—উভয়ই রয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র\