আর্কাইভ থেকে ফুটবল

এলিটা কিংসলেকে নিয়ে সাফের প্রাথমিক দল ঘোষণা

এলিটা কিংসলেকে নিয়ে সাফের প্রাথমিক দল ঘোষণা
ভারতের বেঙ্গালুরুতে আগামী ২১ জুন থেকে ৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের লড়াই। আসরটিকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ  শনিবার (১৩ মে) বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভার পর বাফুফে থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। ৩৫ সদস্যের প্রাথমিক দলটিতে জায়গা পেয়েছেন নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলেকে। এর আগে গত মার্চে সিলেটে অনুষ্ঠিত সিশেলসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিল এলিটা।   সাফের প্রথমিক ৩৫ সদস্যের বাংলাদেশ দল গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার : তারিক রায়হান কাজী, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ইশা ফয়সাল, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা। মিডফিল্ডার : মাশুক মিয়া জনি, সোহেল রানা, সাদউদ্দিন, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদি হাসান রয়েল। ফরোয়ার্ড : রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান সজীব, শাহরিয়ার ইমন।  

এ সম্পর্কিত আরও পড়ুন এলিটা | কিংসলেকে | নিয়ে | সাফের | প্রাথমিক | দল | ঘোষণা