যুক্তরাষ্ট্র থেকে আরও ২ কোটি ৯০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে আরও ২ কোটি ৯০ লাখ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্পূর্ণ বিনামূল্যেই এ টিকা পাবে বাংলাদেশ জানালেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। কোভিড পরিস্থিতি যুক্তরাষ্ট্র সরকারের ধরনের সহায়তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্সের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এসব কথা বলেন।

তিনি বলেন, করোনার টিকা পেতে যখন বাংলাদেশ সংকটে পড়েছিল, চারদিকে খোঁজ করে কোনও টিকাই পাচ্ছিলাম না, ঠিক তখন যুক্তরাষ্ট্র এগিয়ে এসে ৫৫ লাখ টিকা দিয়ে আমাদের রক্ষা করে।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার জন্যও ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান ভূমিকা রেখে চলছে। যুক্তরাষ্ট্র এ ইস্যুতে শক্তিশালী সহায়তা অব্যাহত রেখেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানতম বিনিয়োগকারী। দেশের বিদেশি বিনিয়োগের ২০ শতাংশই যুক্তরাষ্ট্রের। শুধু পেট্রোলিয়াম খাতে নয়, যুক্তরাষ্ট্রকে নানান ক্ষেত্রে বিনিয়োগে অবদান রাখার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বক্তব্যে রাখেন।

মুক্তা মাহমুদ

Recommended For You