আর্কাইভ থেকে ক্রিকেট

আইপিএলে প্রতিটি ডট বলের জন্য লাগানো হবে ৫০০ গাছ

আইপিএলে প্রতিটি ডট বলের জন্য লাগানো হবে ৫০০ গাছ
আইপিএলের এবারের আসরের প্লে অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার চলাকালীন একটা বিষয় হয়তো সবারই নজরে এসেছে। ওভারের যে ডেলিভারিটি ডট বল হচ্ছে, স্কোরকাডে সেই বলগুলোর জায়গায় গাছের চিহ্ন দেখানো হচ্ছে! যা আগে কোন ম্যাচে দেখা যায়নি। এটি মূলত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)আইপিএলের প্লে অফ পর্বে যতগুলো ডট বল হবে, সেই প্রত্যেকটি ডট বলের জন্য ৫০০টি করে চারাগাছ রোপন করার উদ্যেগ নিয়েছে। সেই উদ্যোগটির কথা দর্শকদের বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্যই প্রতিটা ডট বলের চিহ্ন হিসেবে গাছের চিহ্ন দেখানো হয়েছে।   প্রতিযোগিতা শেষ হওয়ার পরে দেশ জুড়ে লাগানো হবে সেই সব চারাগাছ। বিশ্ব উষ্ণায়নের সময় ভারতে সবুজ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে আইপিএল। বৈশ্বিক উষ্ণায়ন কমাতে বিসিসিআইয়ের এমন উদ্যোগের কথা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে।    

এ সম্পর্কিত আরও পড়ুন আইপিএলে | প্রতিটি | ডট | বলের | জন্য | লাগানো | হবে | ৫০০ | গাছ