খেলাধুলা

পাকিস্তান দলের জন্য অশ্বিনের সহানুভূতি

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেটের জন্য সহানুভূতি বোধ করছেন রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ করে যে সোনালী দিন গেছে দেশটির ক্রিকেটে, সেই কথা স্মরণ করেছেন অশ্বিন।

ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে পাকিস্তান ক্রিকেট প্রসঙ্গে কথা বলেছেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর টেস্ট র‍্যাংকিংয়ের ৮ নম্বরে নেমে গেছে পাকিস্তান। পাশাপাশি তাদের রেটিং পয়েন্ট কমে গেছে। পয়েন্টের এই চিত্র সবশেষ দেখা গেছে ১৯৬৫ সালে।

অশ্বিন তার মতামতে বলেন, বাংলাদেশের জন্য কি দারুণ এক জয় কিন্তু পাকিস্তানের জন্য সেটা খুবই হতাশার। এটা হতাশার এই কারণে যে, হারানোর জন্য পাকিস্তান খুব সহজ প্রতিপক্ষ নয়। কিন্তু এক হাজার দিনের বেশি হয়ে গেছে, ঘরের মাটিতে পাকিস্তান ম্যাচ জিততে পারছে না। পাকিস্তানের সমর্থকরা অনেক বেশি অনুরাগী।

পাকিস্তান ক্রিকেটের সোনালী দিনের কথা স্মরণ করে অশ্বিন বলেন, আপনি জানেন কিসের জন্য আমি বেশি অনুভূতিপ্রবণ? পাকিস্তানের ক্রিকেট ইতিহাস। ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইমরান খান, ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ, সেলিম মালিক, সাঈদ আনোয়ার, আমির সোহেল... আমি বলে যেতেই পারি। তাদের দেশে ও ক্রিকেটে কি দারুন এক ল্যাগাসি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ১০ উইকেটে, দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | দলের | জন্য | অশ্বিনের | সহানুভূতি