আর্কাইভ থেকে দেশজুড়ে

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে চারটি বসতঘর ছাই

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে  চারটি  বসতঘর ছাই
সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তিনটি বসতঘর ও একটি গোডাউন পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রায় তিনটি পরিবারের নগদ টাকা, ফ্রিজ, টেলিভিশন ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। আজ মঙ্গলবার (১৩জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর সদরের দাস পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পৌর সদরের দাস পাড়ার উজ্জল কুমারের বাড়ি ঘর থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় প্রতিবেশি স্বপন, চৈতন্য,লিটন ও নিরেন সরকারের ঘরেও আগুন লেগে যায়। এতে মুর্হুতের মধ্যে পুরো বাড়িতে আগুন লেগে তাদের বসতঘর,আসবাবপত্র ও নগদ টাকাসহ ১৫লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এ সময় তাড়াশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি তারা প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তাড়াশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার রেজাউল করিম জানান, খবর পেয়ে দ্রুত পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তাছাড়া ক্ষতির পরিমান এই মুহৃর্তে বলা যাচ্ছে না । তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদশৃন করা হয়েছে। আগুনে তিনটি পরিবারের সবার মালামাল পুড়ে শেষ হয়ে গিয়েছে। তাদের কিছুই অবশিষ্ট নেই আগুনে।

এ সম্পর্কিত আরও পড়ুন বৈদ্যুতিক | শর্ট | সার্কিটের | আগুনে | পুড়ে | | চারটি | | বসতঘর | ছাই