Connect with us

খেলাধুলা

মেসির মায়ামির সঙ্গে চুক্তির নতুন মোড়

Avatar of author

Published

on

মেসি

চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করে এখন অবসর সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। যদিও আর্জেন্টিনা দলের এখন অবস্থান ইন্দোনেশিয়ায়। একদিন পরই দেশটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়ার ম্যাচে মাত্র ৮০ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েন মেসি।

ইন্দোনেশিয়ার বিপক্ষে থাকছেন না তিনি। তাই মেসি ভক্তদের মনে প্রশ্ন, যুক্তরাষ্ট্রে চলে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক? কিন্তু সেখানে গিয়েই বা তিনি কি করবেন। এখনও যে মেসিকে আমন্ত্রণ জানাতে বা দলে যুক্ত করতে কোনো প্রস্তুতি সারেনি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি।

গেলো ৮ জুন ইন্টার মায়ামির হয়ে খেলার ঘোষণা দেন মেসি। যা মেজর লিগ সকার (এমএলএস) ও ইন্টার মায়ামির ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। তবে মেসির মতো একজন খেলোয়াড়কে আনার জন্য যে প্রস্তুতি প্রয়োজন তা করতে পারেছে কি না ক্লাব কর্তৃপক্ষ তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইন্টার মায়ামি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেসিকে নিয়ে কিছু বলেনি। মেজর লিগ সকার থেকেও আসেনি কোনো ঘোষণা। মেসির মায়ামিতে যাওয়ার ঘোষণাটিকেই এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে পিন পোস্ট আকারে দিয়ে রেখেছে তারা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক মেসির সঙ্গে এখনো চুক্তি সই না হওয়া আর আনুষ্ঠানিক ঘোষণা না আসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, এমএলএস কমিশনার ডন গারবের মেসির আসা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখনো প্রস্তুত নন।

Advertisement

লিগ কর্তৃপক্ষ কেবল একটি বিবৃতি দিয়েছে। যেখানে তারা মেসির যুক্তরাষ্ট্রে যাওয়ার ঘোষণায় ‘আনন্দিত’ বলা হলেও ‘আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে এখনো কাজ বাকি আছে’ বলে উল্লেখ করা হয়েছে।

দ্য অ্যাথলেটিক তাদের প্রতিবেদনে বলছে, এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও এখনো সেসব কাজ শেষ করতে পারেনি লিগ কর্তৃপক্ষ।

মেসির ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণার পর পরই বিশ্ব গণমাধ্যমদের চোখ চলে যায় মেজর লিগ সকারের দিকে। মুহূর্তেই বেড়ে যায় ক্লাবটির সকল প্রকার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার। অথচ তারা এখন পর্যন্ত চুক্তিসংক্রান্ত যাবতীয় বিষয়ই চূড়ান্ত হয়নি। আর চুক্তি না হওয়ার কারণে মেসিকে কীভাবে বরণ করা হবে এবং তার আগমনকে কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি মায়ামি ও লিগ কর্তৃপক্ষ। পাশাপাশি মেসির চুক্তিপত্রের সঙ্গে জড়িয়ে থাকা অন্য চুক্তিগুলোকেও এটি প্রভাবিত করছে। যেখানে নতুন কোচ নিয়োগ এবং অন্য খেলোয়াড়দের আগমনের বিষয়টিও জড়িত।

দ্য অ্যাথলেটিককে একটি সূত্র জানিয়েছে, অ্যাপলের চুক্তিটি মূলত নতুন আন্তর্জাতিক সাবস্ক্রিপশন থেকে আসা আয়ের সঙ্গে জড়িত। এ ছাড়া ক্ষতিপূরণ, চুক্তিতে করের প্রভাব, বিপণন এবং ইমেজ রাইটসের বিষয়গুলোও এর সঙ্গে যুক্ত আছে। পাশাপাশি এই সব দর-কষাকষিতে মেসির নাম ও জার্সি নম্বর ব্যবহারের স্বত্ব কার দখলে থাকবে, তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া বাকি আছে।

এখন পর্যন্ত এটি নিশ্চিত যে জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে মেসি-মায়ামি চুক্তি সই হচ্ছে না। কারণ, এমএলএসে দলবদলের দুয়ারই খুলবে ৫ জুলাই। এরপর মেসির সঙ্গে চুক্তি সইয়ের বিষয়টি কার্য তালিকায় যুক্ত করা হবে।

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ফুটবল

অস্বস্তিতে থাকা মেসিকে নিয়ে শঙ্কা

Published

on

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচের পর চিলির বিপক্ষে ১-০ গোলের জয়- দলটিকে কোয়ার্টারে নিয়ে গেছে। তবে দলীয় অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ম্যাচের ২৪ মিনিটে আর্জেন্টিনা চিকিৎসকের কাছে যেতে হয় মেসিকে। আর পুরো ম্যাচ জুড়েই তাকে ‘আনফিট’ বলেই মনে হয়েছে।

মেসি ভুগছিলেন কিছু সমস্যায়। জ্বর ও গলাব্যথার কিছু উপসর্গ ছিল। তা নিয়েই খেলেছেন ম্যাচ। আবার চিলির বিপক্ষে মাঠে নেমেও চোট পেয়েছেন। ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে যখন কথা বলেছেন মেসি, তখনো জানিয়েছেন; তার পেশিতে অস্বস্তি হওয়ার কথা।

ইন্টার মিয়ামির হয়েও চলতি মৌসুমে খেলতে ভুগেছেন মেসি। যেখানে মাংস পেশির সমস্যাতেই ভুগেছেন এই তারকা খেলোয়াড়। এখন আবার দলের হয়ে খেলতে নেমেও একইরকম পরিস্থিতি বোধ করছেন।

মেসির পেশিতে স্ক্যান করার কথা রয়েছে। গণমাধ্যমের সূত্র তেমনটি বলছে। স্ক্যান শেষে হয়তো জানা যাবে, কতটা ভালো বা মন্দ পরিস্থিতিতে আছেন তিনি। এরপর কোপা আমেরিকার বাকি ম্যাচগুলো স্বস্তির সাথে মাঠে থাকতে পারবেন কি না, সেটিও হয়তো পরিষ্কার হয়ে যাবে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

প্রোটিয়া-আফগান লড়াইয়ের মঞ্চ প্রস্তুত

Published

on

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের জন্য এক স্বপ্নপূরণ হতে যাচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনাল খেলছে দলটি। এমন মুহূর্ত আর আসেনি আফগানদের সামনে। আর দক্ষিণ আফ্রিকার সামনেও প্রথমবারের মতো ফাইনালে ওঠার মঞ্চ প্রস্তুত। এখন পর্যন্ত সেই সৌভাগ্য ধরা দেয়নি এই দলটির ওপর। আগামীকাল (২৭ জুন) বাংলাদেশ সময় সাড়ে ৬ টায় ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশকে সুপার এইটের ম্যাচে হারিয়ে সেমিতে পৌঁছে যায় আফগানিস্তান। সমীকরণের মারপ্যাঁচে পড়তে হয়নি আফগানদের। ম্যাচ জিততে পারলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। এই ছিল আফগানিস্তানের সহজ হিসাব। যা সহজভাবেই পেরিয়ে গেছে তারা।

দেশটিতে আনন্দের বন্যা বয়ে গেছে। রশিদ খান, মোহাম্মদ নবীদের চোখে মুখে আনন্দের উজ্জ্বল ঝলমলে বিচ্ছুরণ দেখা গেছে। প্রাপ্তির অনেকটুকু পাওয়া হয়ে গেছে দলটির। তাই চাপের প্রসঙ্গ এলে হয়তো দক্ষিণ আফ্রিকার ওপর তা ফেলা যায়।

আর আফগানিস্তানকে নির্ভার বলেই বিবেচনায় রাখা যেতে পারে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা কোচ রব ওয়াল্টারও সেই কথা জানিয়েছেন। সংবাদকর্মীর উপস্থিতি ছিল না কক্ষে। কেবল নাকি একজন ছিলেন সেখানে। এই দৃশ্য দেখে ওয়াল্টার বেশ খুশি হয়ে উঠেছিলেন।

প্রোটিয়ারা যে চাপ অনুভব করারা কথা, তা নাকি কম মনে হচ্ছে এতে। গণমাধ্যমের যেহেতু তেমন আগ্রহ নেই, তাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন কোচ। আর তাদের সাথে তো ‘চোক’ শব্দের এক তুমুল যোগাযোগ রয়েছে।

Advertisement

সেমিফাইনাল আর চোক- দক্ষিণ আফ্রিকার জন্য পরিচিত ও পুরনো সম্পর্ক। এবার অন্তত সেই দল হিসেবে নিজেদের পরিচিতি করিয়ে দিতে চায় না তারা। এইডেন মার্করামের অধীনে ফাইনাল খেলার আশা দেখছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং ও বোলিংয়ে দারুণ প্রতিদন্দিতাপূর্ণ ক্রিকেট খেলে আজ সেমিতে এসেছে দলটি।

আর ওদিকে স্বপ্ন বুনছে আফগানিস্তান। আর দলটির কোচ জোনাথন ট্রট আফগানদের অনেকটুকু এগিয়ে রাখছেন। এই জায়গাই তো নতুন দলটির জন্য। এর আগে কখনো বিশ্বকাপ সেমিতে আসা হয়নি তাদের। ফলে নেই কোনো সাফল্য ও ব্যর্থতা। সেভাবে কোনো চাপ অনুভব করছে আফগানরা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় দল দক্ষিণ আফ্রিকা। আফগানদের হারাতে পারলে অপরাজেয় হিসেবেই ফাইনাল নিশ্চিত হবে তাদের। আর আফগানরা যদি সবকিছু ছাপিয়ে নিজেদের দিন করে নিতে পারে, তবে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলার অভাবনীয় এক স্বপ্ন তাদের সামনেও হাতছানি দিয়ে ডাকছে।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ভারতীয় বোলারদের বিপক্ষে ইনজামামের ঘোরতর অভিযোগ

Published

on

ভারতীয় বোলারদের দিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক ইনজামাম-উল-হক অভিযোগ তুলেছেন। বিশেষ করে পেসার আর্শদ্বীপ সিংয়ের কথা আলাদা করে বলেছেন ইনজামাম। মূলত বল টেম্পারিং করার দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচে একটি নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেছেন।

ভারতীয় বোলাররা দারুণ করে যাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশেষ করে জাসপ্রীত বুমরাহ, আর্শদ্বীপদের কথা বলতে হয়। যারা ভারতের জয়ে একের পর এক ভূমিকা রেখেছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রোহিত শর্মার দল।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে কথা বলতে গিয়ে ইনজামাম বলেন, ‘আর্শদ্বীপ সিং, সে যখন ১৫তম ওভারে বল করছিল, বল রিভার্স করছিল। এটা কী নতুন বলে জন্য খুব বেশি তাড়াতাড়ি ছিল না? এর মানে হচ্ছে বলটা ১২ বা ১৩তম ওভারের দিকে রিভার্স সুইং হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আম্পায়ারদের এই ব্যাপারগুলোর দিকে চোখ খোলা রাখা দরকার, এটা যদি পাকিস্তানি বোলারদের ক্ষেত্রে হতো, এটা অনেক বড় এক ইস্যু হতো। আমরা রিভার্স সুইং খুব ভালোই জানি। আর্শদ্বীপ যদি ১৫তম ওভারে বল করতে আসে এবং বল রিভার্স করানোর শুরু করে, মানে হচ্ছে এর আগে বিশেষ কিছু কাজ হয়ে গেছে।’

ইনজামাম এর সাথে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিক। মালিকও একই প্রসঙ্গে নিজের মতামত দেন। পাশাপাশি বলেন, ভারতের মতো দল খেললে এসব জিনিস কেউ দেখে না। বরং চোখ বন্ধ করে রাখা হয়।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত