আর্কাইভ থেকে টুকিটাকি

জাদুর ভেলকিতে অদ্ভুত জ্বিনের নাচ!

জাদুর ভেলকিতে অদ্ভুত জ্বিনের নাচ!
কেউ বলে জ্বিনের নাচ তো কারোর কাছে আবার কালো জাদুর ভেলকি। প্রচণ্ড গতিতে ঘুরছে খড়ের গাদা। প্রথম দেখাতেই যে কেউ আশ্চার্য হয়ে যাবে। কীভাবে সম্ভব?? শুধু একটা লাঠির উপর ভর করে কীভাবে খড়ের গাদা অলৌকিকভাবে ঘুরে যাচ্ছে। কীভাবে এটি ঘুরছে বা কে ঘুরাচ্ছে তা কোনোভাবেই বুঝা যাচ্ছে না। পশ্চিম আফ্রিকানদের মাঝে বিশেষ এ মুখোশ নৃত্য বেশ আগে থেকেই প্রচলিত। সেনেগালের কাসামাস এবং গাম্বিয়ার জোলা এবং ডিওয়ালা সম্প্রদায়ের কাছে এ নৃত্য কোম্পো উৎসব নামেই পরিচিত। জোলাদের পৌরাণিক কাহিনি অনুসারে কোম্পো পৌরাণিক এক ভূত যেটি প্রজ্ঞা এবং কল্যাণের প্রতীক। অদ্ভুত যে খড়কুটোটি পড়ে কোম্পো নাচা হয় সেটি আসলে খড়কুটোর গাদা নয়। এটি মূলত শুকনো তালপাতা দিয়ে তৈরি যেটি দেখতে ঝাড়ুর মতো । কোম্পো যখন নৃত্য পরিবশেন করে সে তখন এমন একটি ভাষায় কথা বলে যেটি বাকিরা বুঝতে পারে না। গ্রামবাসীরা দোভাষীর মাধ্যমে তার সাথে কথা বলে। জ্বিনের নাচ হিসেবে পরিচিত এ নৃত্য একটানা কয়েকঘণ্টা ধারে চলে। এ সময় তালপাতার ফাঁকে দিয়ে তাকানোর কোনো অনুমতি নেই। নৃত্যের চরম অগ্নিকুণ্ডের পর্যায়ে চারপাশে ঘুরে বেড়ায়। এ নৃত্য আফ্রিকান জোলা জনগোষ্ঠীর বিশেষ কৌশল ফুটে উঠে। এটি তারা অর্জন করেছে বংশ পরম্পরায়। নিখুঁত নিখুঁত তাদের এ নৃত্য যে মুখোশের আড়ালে কে আছে তা কেউই বুঝতে পারে না। তবে এ নাচ যতটা রহস্যময়ই হোক কেন এটি বেশ বিস্ময়কর।

এ সম্পর্কিত আরও পড়ুন জাদুর | ভেলকিতে | অদ্ভুত | জ্বিনের | নাচ