আর্কাইভ থেকে ইউরোপ

প্যারিসে এক ভবনে বিস্ফোরণ, আহত ৩৭

প্যারিসে এক ভবনে বিস্ফোরণ, আহত ৩৭
ফ্রান্সের প্যারিসে একটি ভবনের ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩৭ জন আহত হয়েছেন। এর মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সেন্ট্রাল প্যারিসের রুয়ে সেন্ট-জ্যাকস সড়কের একটি ভবনে বুধবার (২১ জুন) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর জরুরি কর্মীরা ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় কমপক্ষে দু’জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, বিস্ফোরণের পর ভবনটিতে প্রথমে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ভ্যাল ডি গ্রেস গির্জার সামনে থাকার সময় আমি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং ২০ বা ৩০ মিটার উঁচু আগুন দেখতে পাই। আর প্রচণ্ড শব্দে ভবনটি ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল। তবে কর্তৃপক্ষ এখনও বিস্ফোরণের কারণ নির্ণয় করতে পারেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন প্যারিসে | এক | ভবনে | বিস্ফোরণ | আহত | ৩৭