আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

মাশরাফির বাস নড়াইল পৌঁছে দিল ৬ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের

মাশরাফির বাস নড়াইল পৌঁছে দিল ৬ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের
ঈদুল আযহার ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ এর অধিক শিক্ষার্থীকে নিরাপদে নড়াইল পৌঁছে দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার উপহারের ৪টি বাস। উপহারের এ বাস শিক্ষার্থীদের ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে। শুক্রবার (২৩ জুন) নিজ নিজ ক্যাম্পাস হতে বাসগুলো ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে মিলিত হয়। এরপর সকাল সাড়ে ৮টায় ৪টি বাস একত্রে নড়াইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, ঢাকা কলেজ ও সরকারি কবি নজরুল কলেজ। মাশরাফি বিন মোর্তজার বাস উপহার দেওয়ার বিষয়ে, জবি নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি আসিফ উদ-দৌলা পিয়াল বলেন, ঈদ যাত্রার ভোগান্তি কমাতে মাশরাফি ভাই আমাদের বাস উপহার দিয়েছেন। এটি নিয়ে আমাদের নড়াইলের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমাদের সাহায্যার্থে প্রিয় ম্যাশ সবসময় পাশে আছেন। শিক্ষার্থীদের কল্যাণ সাধনে তিনি দৃঢ় প্রত্যয়ী। যেকোনো প্রয়োজনে আমরা আমাদের ভাইকে পাশে পেয়েছি। সভাপতি আরো বলেন, মাশরাফি ভাইয়ের মতো একজন যোগ্য, সৎ, নীতিবান,স্বচ্ছ, জনদরদী এবং নিষ্ঠাবান সংসদ সদস্য ও জনপ্রতিনিধি থাকলে সে দিনটি অদূরে নয় যে, নড়াইলই হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান'৷

এ সম্পর্কিত আরও পড়ুন মাশরাফির | বাস | নড়াইল | পৌঁছে | দিল | ৬ | প্রতিষ্ঠানের | শিক্ষার্থীদের