খেলাধুলা

বিজেপিতে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী ছবি: ফাইল

ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন। জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা একজন সক্রিয় বিজেপি সদস্য। রিভাবা গুজরাটের জামনগরের বিজেপি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্ত্রীর সঙ্গে একই পথে হাঁটলেন জাদেজা। এই ক্রিকেটারের বাবা অনিরুদ্ধ সিং ও বোন নয়নাবা জাদেজা কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত।

জাদেজার স্ত্রী রিভাবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে এই খবর নিশ্চিত করেছেন।

বিজেপি সম্প্রতি সদস্য সংগ্রহ শুরু করেছে। রিভাবা তার স্বামী রবীন্দ্র জাদেজার সদস্য-কার্ডের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন রিভাবা। এরপর ২০২২ সালে জামনগরের বিধায়ক হিসেবে জয় লাভ করেন তিনি।

রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসর নিয়েছেন। ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই সিদ্ধান্ত নেন জাদেজা। তবে ওডিআই ও টেস্ট ক্রিকেট এখনো খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন রবীন্দ্র জাদেজা | রিভাবা জাদেজা | বিজেপি