বাংলাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৭ জনের পরিবারকে অর্থ অনুদান দিলো জামায়াত

বায়ান্ন প্রতিবদন

জামায়াত নেতাদের এক মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে শরীয়তপুরে নিহত সাতজনের পরিবারকে দুই লাখ করে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান শেষে পরিবারগুলোর হাতে এ অনুদান তুলে দেন জামায়াত নেতারা।

জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুর রব হাসেমীর সভাপতিত্ব ও জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ এইচ এম হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আমির ও ফরিদপুর অঞ্চল সদস্য মাওলানা খলিলুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ গণমাধ্যমে বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, যা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজন হলে জাতীয় ঐক্য গঠন করতে হবে এবং হত্যা, নির্যাতন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শহীদদের পরিবারের জন্য কাজ করে যাবে। আহতদের চিকিৎসা সহায়তা দেবে। এসময় শহীদ পরিবারের সম্মান রক্ষায় ছবি না তোলার অনুরোধ জানান হামিদুর রহমান আজাদ।

 

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন আর্থিক | সহায়তা | জামায়াত