আর্কাইভ থেকে এশিয়া

ওয়াগনার বিদ্রোহ ‘দেশের জনগণের পিঠে ছুরি চালানোর শামিল’ : পুতিন

ওয়াগনার বিদ্রোহ ‘দেশের জনগণের পিঠে ছুরি চালানোর শামিল’ : পুতিন
ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রধান ইভজেনি প্রিগোজিনের বিদ্রোহের চেষ্টা রাশিয়া এবং এর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার সমান। এটি ‘দেশের জনগণের পিঠে ছুরি চালানোর শামিল’। বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ (২৪ জুন ) শনিবার সকালে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দেয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন। পুতিন বলেন, আমরা আমাদের জনগণের জীবন ও নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য লড়াই করছি। রাশিয়া থাকার এবং এর অধিকারের জন্য লড়ছি।’ তিনি বলেন, মস্কো পশ্চিমে ‘নব্য-নাৎসি এবং তাদের প্রভুদের কাছ থেকে আগ্রাসন প্রতিহত করার’ সময় তার ভবিষ্যত সুরক্ষিত করার জন্য একটি ঐতিহাসিক সংগ্রামে নিযুক্ত রয়েছে। তিনি দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলি শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ এক অডিও বার্তায় রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন মস্কোর সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দেন। তিনি বলেন, তিনি এবং তার বাহিনীর ২৫ হাজার সেনা মৃত্যুর জন্য প্রস্তুত আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ওয়াগনার | বিদ্রোহ | দেশের | জনগণের | পিঠে | ছুরি | চালানোর | শামিল | | পুতিন