আল-কায়েদার অন্যতম শীর্ষ নেতা ইজাজ আহমেদ কারগিল পাকিস্তানে ড্রোন হামলায় নিহত হন। তার স্ত্রী ছিলেন নাজনিন সুলতানা। সংগঠনের সিদ্ধান্তে ইজাজ কারগিলের স্ত্রীকে বিয়ে করেন 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ। এটি তার দ্বিতীয় বিয়ে।গেলো শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে নতুন জঙ্গি সংগঠন 'শারক্বীয়া'র প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনিন সুলতানাকে গ্রেপ্তার করেন সিটিটিসি।
শনিবার (২৪ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলেন এসব তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের সহযোগী ছিলেন এজাজ আহমেদ কারগিল। তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জঙ্গি কার্যক্রম মনিটরিং করতেন।
সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, সংগঠনের সিদ্ধান্তে নাজনিনকে বিয়ে করেন শামিন মাহফুজ। তিনি (নাজনিন) নতুন জঙ্গি সংগঠনের নারী দাওয়াতি শাখার দায়িত্বে ছিলেন। তার সঙ্গে সংগঠনের অন্য সদস্যদের স্ত্রীরাও দাওয়াতি কার্যক্রমে ছিলেন।
সিটিটিসি প্রধান বলেন, যারা হিজরত করেছিল পাহাড়ে তাদের প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুয়েকজন বাকি থাকতে পারে।
এতোদিন শামিন মাহফুজ কোথায় ছিলেন জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, তিনি পাহাড়ে ছিলেন কিনা জানি না। তিনি ঢাকাতে আসতেছেন এমন তথ্য আমাদের কাছে ছিল। এরপরই গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অস্ত্র, বিস্ফোরক পেয়েছি। ২০১১ সালে যখন গ্রেপ্তার হন, তখনও ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস—আইইডিসহ গ্রেপ্তার হন। তিনি আইইডি বিশেষজ্ঞ।
তাকে গ্রেপ্তারের সময় পুলিশ কোনো প্রতিরোধের শিকার হয়েছে কিনা— এমন প্রশ্নে সিটিটিসি প্রধান বলেন, না আমরা এমন কোনো প্রতিরোধের শিকার হইনি। তারা দুজন (স্বামী-স্ত্রী) ছিলেন। আমাদের অফিসাররা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের নিষ্কৃয় করেছে।