আর্কাইভ থেকে জনদুর্ভোগ

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
রাজধানীতে ঈদুল আজহার দ্বিতীয় দিন বিকেল ৪টার পর ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৩০ জুন) ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে থাকার খবর পাওয়া গেছে। ঢাকার বাংলামোটর কাঁঠালবাগানে বৃষ্টির পানিতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। তিন ঘণ্টা তুমুল বৃষ্টিতে এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এদিকে, ঈদের দ্বিতীয় দিনও অনেকে পশু কোরবানি করেছেন নগরীতে। এতে জলাবদ্ধ পানিতে আজও কোরবানির পশুর রক্ত মিশে বিভিন্ন এলাকায় ভোগান্তি তৈরি হয়েছে। পানি পারাপারে রিকশা চালকরাও নিচ্ছেন স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি ভাড়া। এক যাত্রী জানান, যে পানি আগে ১০ টাকায় পার হতাম আজ তা ৪০-৫০ টাকা নিচ্ছে।  অন্য আরেক যাত্রী জানান, পান্থপথ থেকে কাওরান বাজার মোড়ে ১০০ টাকা। না এসে উপায় ছিলো না। জলাবদ্ধতার পানির সঙ্গে কোরবানির পশুর রক্ত মিশে খুব খারাপ অবস্থা। এসব পানি দ্রুত নামানোর অনুরোধ তার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হলেও বিকেল ৪টার পর ১২ থেকে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। আগামীকাল শনিবার পর্যন্ত এ বৃষ্টি চলবে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এদিকে, গেলো ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার। আর সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে রংপুর ও রাজশাহীতে। শুক্রবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।  

এ সম্পর্কিত আরও পড়ুন টানা | বৃষ্টিতে | রাজধানীর | বিভিন্ন | এলাকায় | জলাবদ্ধতা