ভারতে একদিনে করোনা শনাক্ত আড়াই লাখ

ভারতে দ্রুতগতিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে গত একদিনে দুই লাখ ৬৮ হাজার ৮৩৩ জন কোভিড রোগী ধরা পড়েছে। দিনে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৬ শতাংশে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে,গত একদিনে ভারতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আড়াই লাখ। এরমধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ শতাংশ বেড়েছে।

ওমিক্রনের প্রভাবে গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) দেশটিতে দুই লাখ ৬০ হাজারের বেশি শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭ শতাংশ। এছাড়াও বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভারতে শনাক্তের সংখ্যা ছিল আড়াই লাখের নিচে। তবে একদিনের ব্যবধানেই শুক্রবার ৬ দশমিক ৭ শতাংশ রোগী বেড়ে আড়াই লাখ পার হয়ে যায়।

গত বছর মে মাসের পর এখন পর্যন্ত এটাই একদিনে রোগী শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। ডেল্টার দাপটে গতবছর মার্চ-এপ্রিল-মে মাসে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয় ভারতকে। সে সময় ৭ মে রেকর্ড ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪০২ জনের মৃত্যু হয়েছে, আগের দিন এই সংখ্যা ছিল ৩১৫ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৭৫২। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪১ জন।

করোনা মহামারিতে ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া রাজ্যগুলোর একটি মহারাষ্ট্র। নতুন করে সেখানে শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ২১১ জন। এরপরের অবস্থানেই রয়েছে দিল্লি। শুক্রবার (১৪ জানুয়ারি) সেখানে দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়ায় ৩০ দশমিক ৬৪ শতাংশে।

ভারতে সব মিলিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৬৭ লাখে পৌঁছেছে। মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ১৭ হাজার ৮২০ জন। মোট আক্রান্তের ৩.৮৫ শতাংশ এখন ভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।

ভারতে একদিনে সুস্থ ১ লাখ ২২ হাজার ৬৮৪ জন ও মোট সুস্থ হয়েছেন তিন কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৩৯০ জন।

দেশটিতে করোনা মহামারীর সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তার সরকার এখন পর্যন্ত দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে দুই ডোজ কোভিড টিকা দিতে পেরেছে। এ সময়ে মাস্ক পরিধানসহ কোভিড প্রটোকল মেনে চলার কথাও বলেন তিনি।

অনন্যা চৈতী

 

 

 

Recommended For You