Connect with us

বাংলাদেশ

ঢাকার রানের পাহাড় ডিঙিয়ে চূড়ায় পৌঁছালো খুলনা

Published

on

মিনিস্টার গ্রুপ ঢাকার ১৮৪ রানের পাহাড় ডিঙিয়ে তার চূড়ায় নিরাপদে পৌঁছালো খুলনা টাইগার্স। তাও আবার এক ওভার ও ৫ উইকেট হাতে রেখেই। ফলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করল মাহমুদউল্লাহ্‌ রিয়াদ, তামিম ইকবালদের নিয়ে গড়া ঢাকা।

১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনাকে ভালো সূচনা পায়নি খুলনা। দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় দলটি। ওপেনার তানজিদ হাসান ২ রান করে ফিরলেও বিপর্যয় বেশ ভালোভাবে সামাল দেন আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার। রনি তালুকদারকে নিয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন মিরপুরের মাঠে। 

২৩ বলে ৪৫ করেন ফ্লেচার, রনি তুলে নেন ফিফটি। এই দুজনের ৭২ রানের জুটিতেই মূলত জয়ের ভিত্তি পায় খুলনা। তবে দলীয় ৮০ রানে ফ্লেচার বিদায় নেন। তার বিদায়ের পরপরই ব্যক্তিগত ৬ রানে ফেরেন অধিনায়ক মুশফিকও। এরপর ৪২ বলে ৬১ করে রনি আউট হলে ম্যাচ ঝুঁকে পড়ে ঢাকার দিকে।

এদিন ইয়াসির আলি রাব্বিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। শেষের দিকে মনে হচ্ছিল, শেষ হাসি হাসবে ঢাকা। তবে থিসারা পেরেরার ১৮ বলে ৩৬ আর মাহেদি হাসানের ৫ বলে ১২ রানে এক ওভার আগেই জয় নিশ্চিত হয় খুলনার। 

এর আগে তামিম ইকবালের ফিফটি আর মাহমুদউল্লাহ্‌ রিয়াদের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় মিনিস্টার গ্রুপ ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স। মোহাম্মদ শেহজাদকে সঙ্গে করে এদিন শুরু থেকেই রান তোলেন তামিম। 

Advertisement

২৭ বলে ৪২ করে শেহজাদ ফেরেন রান আউট হয়ে। তবে তামিম একপ্রান্ত আগলে রেখে টি-টোয়েন্টিতে ৪১তম ফিফটি তুলে নেন এদিন। ৪২ বলে ৫০ করে থামেন তামিম। এরপর অদ্ভুত রান আউটের শিকার হন আন্দ্রে রাসেল। তবে ২০ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ্‌। খুলনার হয়ে কামরুল রাব্বি শিকার করেন তিনটি উইকেট।

এস

Advertisement

জাতীয়

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের নিয়ন্ত্রণ বিএনপি-জামায়াতের হাতে : স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

সরকার আশা করেছিলো ছাত্ররা সরকারের উদ্যোগ ও উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন, কিন্তু দুঃখজনকভাবে তারা সেটি করেননি। তাদের কন্ট্রোল (নিয়ন্ত্রণ) বিএনপি-জামায়াত ও জঙ্গিদের হাতে ছিলো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্ত  বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। ছাত্র আন্দোলনের নেতা‌রা নতুন ‌যে ৮ দফা দাবি দিয়েছিলেন সে প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এগুলোর মধ্যে যৌ‌ক্তিক দাবিগুলো ক্রমান্বয়ে মেনে নেবেন।

তিনি বলেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজ‌নকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তারা নিজেদের ওপরে হামলার শঙ্কা পরিবারকে জানিয়েছিলেন। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হবে।

খুব শিঘ্রই পরিস্থিতির উন্নতি হবে জানিয়ে তিনি বলেন, ছাত্রদের মিসগাইড করে যে ঘটনাগুলো ঘটিয়েছে, অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে,  ছাত্রলীগের অনেকেই শাহাদাত বরণ করেছে। তিনজন পুলিশ মারা গেছেন। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বর্তমানে এক‌টি মহল সোশ্যাল মি‌ডিয়ার মাধ‌্যমে গুজব ছ‌ড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রা‌ন্তি ছড়াচ্ছে। এইসব গুজব থেকে দেশকে রক্ষা করা সাংবাদিকদের দায়িত্ব।

Advertisement

নারায়ণগঞ্জে নজিরবিহীন তাণ্ডবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের শিমরাইলে একটি ভবনে আগুন দিয়ে তিন শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। শিমরাইলে মা হাসপাতালেও আগুন দেয়া হয়েছে। সেখান থেকে নবজাতক ও গর্ভবতী মায়েদের অনেক কষ্টে উদ্ধার করা হয়েছে। এমনকি বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা হয়েছে।

প্রসঙ্গত, এসময় নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলামসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

মঙ্গলবার পর্যন্ত নতুন সূচিতে চলবে অফিস : জনপ্রশাসনমন্ত্রী

Published

on

আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (২৭ জুলাই) বিকেলে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন,  ব্যাংক ও আদালত খোলা থাকার সময়সীমার বিষয়ে তারা নিজেরা সিদ্ধান্ত নেবেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি হওয়া সহিংস পরিস্থিতিতে গেলো সপ্তাহে তিনদিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলে অফিস। সময় কমিয়ে ওই দুইদিন চলে ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারে লেনদেন।

আই/এ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

অপরাধ

নুরকে চার লাখ টাকা দেন এক নেতা : ডিবি প্রধান

Published

on

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে এক নেতা চার লাখ টাকা দিয়েছেন। সেই টাকা  কীভাবে খরচ করা হয়েছে সেসব বিষয় গোয়েন্দা পুলিশ (ডিবি) জানার চেষ্টা করছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান   ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান জানান, রিমান্ডে তারা নুরের কাছ থেকে অনেক তথ্য পেয়েছেন। সেগুলো যাচাই করা হচ্ছে। আন্দোলনের সময় যে নেতা তাকে টাকা দিয়েছিল। তাকেও পুলিশ আটক করেছে। ওই নেতা নুরকে চার লাখ টাকা দিয়েছেন বলে স্বীকার করেছেন।

এ পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে বর্তমানে তাদের কাছে রয়েছেন।

উল্লেখ্য,  রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায়  রিমান্ড শেষে নুরকে গেলো ২৬ জুলাই আদালতের হাজির করা হয়।এসময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত