আর্কাইভ থেকে বাংলাদেশ

গেলো ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ৭০৪

গেলো ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ৭০৪

চট্টগ্রামে গেলো ২৪ ঘণ্টায় আরও ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ।

আজ শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত ছিলো ১ হাজার ১৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৭টি ল্যাবে দুই হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ৫৩১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৭৩ জনের মধ্যে লোহাগাড়ায় ৩, সাতকানিয়ায় ৬, বাঁশখালীতে ২, আনোয়ারায় ২৭, চন্দনাইশে ৮, পটিয়াতে ৬, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ায় ১৬, রাউজানে ২৩, হাটহাজারীতে ৩৪, ফটিকছড়িতে ২৮, মিরসরাইয়ে ১০, সীতাকুণ্ডে ১ ও সন্দ্বীপ উপজেলার ২ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গেলো | ২৪ | ঘণ্টায় | চট্টগ্রামে | করোনা | আক্রান্ত | ৭০৪