আর্কাইভ থেকে বাংলাদেশ

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম
কথা ছিল এশিয়া কাপ দিয়ে অবসর ভেঙে ফিরবেন তামিম ইকবাল। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনে নেতৃত্ব দেবেন দলকে। এশিয়া কাপ দিয়ে ফিরছেন তামিম ঠিকই। কিন্তু অধিনায়কেররূপে নয়। অবসর ভেঙে শুধুমাত্র ওপেনার হিসেবে দেখা যাবে বাঁহাতি এই ব্যাটারকে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তামিম। অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব ছেড়েছি। নতুন অধিনায়ককে সকল প্রকারের সাহায্য করব।
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস বলেন, তামিমের এল ৪ ও এল ৫ ইনজুরিটার জন্য ও ইনজেকশন নিয়েছে। সাত দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে ওকে। সেটা শেষ হবে শুক্রবার এরপর ধীরে ধীরে সেটার পুনর্বাসন শুরু হবে। আবার সামনে বিশ্বকাপও আছে। আমরা সেখানে পুরোপুরি সুস্থ্য তামিমকে চাই। এশিয়া কাপের জন্য দল যখন যাবে, সে সময়টাতে ওর পুনর্বাসন চলবে। আর সে কারণেই এশিয়া কাপের স্কোয়াডে ওকে রাখা যাচ্ছে না।
এর আগে, পিঠের ইনজুরির চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৩ আগস্ট) নিজের শারীরিক অবস্থার কথা জানাতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গিয়েছেন তামিম ইকবাল।

এ সম্পর্কিত আরও পড়ুন অধিনায়কত্ব | সরে | দাঁড়ালেন | তামিম