‘মির্জা ফখরুল মূর্খের মত মিথ্যা কথা বলেন। তথ্য না জেনেই তিনি কথা বলেন, তাই সাথে সাথে ধরা পড়ে যান।’একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
আজ মঙ্গলবার (২২ আগষ্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের আলোচনা সভায় আইনমন্ত্রী এসব মন্তব্য করেন ।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে শেখ হাসিনা ওপর গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ২৪ জন।
উনিশ বছর পরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ২১ আগস্টের পুরো বিষয়টি সাজানো নাটক। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাদের ওই মামলায় সাজা দেয়া হয়েছে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘২১ আগস্টের ঘটনাকে তিনি (ফখরুল) আওয়ামী লীগের সাজানো নাটক বলেছেন। এরচেয়ে বড় মিথ্যাচার কি হতে পারে? যে দল হত্যাকাণ্ড পরিচালনা করে সে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুলের মহাসচিব পদ নড়ে গেছে বলেই তিনি মিথ্যাচার করছেন।’
তিনি বলেন, মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষী দিয়েছেন, একুশে আগস্টের ঘটনায় তারেক রহমান জড়িত। তখনকার বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ওই ঘটনার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়। নানা নাটকীয়তার পর ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলার রায় দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
আইনমন্ত্রী বলেন, ৭৫’ এর অসম্পূর্ণ ষড়যন্ত্র পূর্ণ করতেই ২১ শে আগস্টের গ্রেনেড হামলা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই বিএনপির উদ্দেশ্য।
তিনি বলেন, মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষী দিয়েছেন, একুশে আগস্টের ঘটনায় তারেক রহমান জড়িত।
সাহস থাকলে বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের মানুষ বিএনপিকে আর ভোট দেবে না। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তবে আমাদের কোনো আপত্তি নেই।