বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রাশিদুল হাসান। বুধবার (৩০ অক্টোবর) বেসিসের নির্বাহী পরিষদের জরুরি সভায় বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি পদে বহাল থকায় তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
এছাড়াও, মো. মোস্তাফিজুর রহমানকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং এম আসিফ রহমানকে সহসভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে।
এর আগে গেলো ১৭ অক্টোবর বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ এবং সহসভাপতি ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করার পর বেসিসে এই দুটি পদ শূন্য ছিল।
বেসিসের নির্বাহী পরিষদ জানিয়েছে, তারা এখন সংগঠনের অভ্যন্তরীণ কিছু প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করবে। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করার পরিকল্পনাও করেছেন তারা।
এম রাশিদুল হাসান জানিয়েছেন, বর্তমান পরিচালনা কমিটি সদস্যদের মতামত নিয়ে নতুন কর্মসূচি সাজাচ্ছে। জানুয়ারির মধ্যে সদস্যদের অডিটসহ গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করার জন্য একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
জেডএস/