অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের সঙ্গে তাঁর স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদ ঘটেছে। একই সময় স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ভারতীয় বেসবাদক মোহিনী দেরও। এতে নতুন রঙ পায় সায়রা বানু- রহমানের বিচ্ছেদের খবর। মোহিনী-রহমানকে ঘিরে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন নেটিজেনদের অনেকে। ভারতের বেশিরভাগ সংবাদমাধ্যমের খবরের শিরোনামেও জায়গা নেয় বিষয়টি।
এ আর রহমানের বিচ্ছেদের সঙ্গে মোহিনী দের কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে আলোচনার পারদ চড়েছে। ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে সম্প্রতি মোহিনী দে কথা বলেছেন। গিটারিস্ট মোহিনী বলেন, ‘এধরনের গুঞ্জন নিয়ে আমার কাছে একাধিক সাক্ষাৎকারের অনুরোধ আসছে। তবে আমি জানি ঠিক কী কারণে আমার কাছে এই সাক্ষাৎকারের অনুরোধগুলো আসছে। আমি সম্মানের সঙ্গে সব অনুরোধ ফিরিয়ে দিচ্ছি। কারণ এই ভিত্তিহীন খবর নিয়ে মুখ খুলে নিজের এনার্জি নষ্ট করতে চাই না। দয়া করে আমার গোপনীয়তাকে সম্মান করুন।’
এবার এ আর রহমানকে নিয়ে দিলেন আবেগঘন বার্তা।মঙ্গলবার (২৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বার্তায় মোহিনী জানান, তার জীবনে অনেকে রোল মডেল এবং বাবার মতো ব্যক্তিত্ব রয়েছেন, যারা তার ক্যারিয়ার এবং লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রহমান তাদের একজন, যাকে তিনি ভালোবাসেন ও গভীর শ্রদ্ধা করেন।
মোহিনী রহমানের ব্যান্ডে সাড়ে আট বছর ধরে কাজ করেছেন। বিশ্বব্যাপী ৪০টিরও বেশি শোতে তার সাথে পারফর্ম করেছেন। তিনি জানান, রহমান তাকে তার শোতে স্কিল ফুটিয়ে তোলার স্বাধীনতা দিয়েছেন। তার কাজের প্রতি সবসময়ই সম্মান দেখিয়েছেন রহমান।
মোহিনী ইনস্টাগ্রামে একটি ভিডিও ও নোট শেয়ার করেন, যেখানে তিনি তার এবং রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রতিবাদ করেন। তিনি বলেন, মিডিয়া অযথা ব্যক্তিগত বিষয়কে ভুল ব্যাখ্যা করছে।
কে এই মোহিনী?
২০ জুলাই, ১৯৯৬ সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন মোহিনী দে। সঙ্গীতের গভীরভাবে নিমগ্ন এক পরিবারে বেড়ে ওঠা মোহিনীর বাবা, সুজয় দে, একজন বিখ্যাত সেশন মিউজিশিয়ান। বাবার হাত ধরেই অল্প বয়সেই মোহিনী দে বেস গিটার বাজানো শুরু করেন। সঙ্গীত জগতে তার যাত্রা শুরু ১১ বছর বয়সে।
জনপ্রিয় বেসিস্ট হিসেবে ২৯ ছুঁইছুঁই মোহিনী দে কলকাতায় বহুদিন আগে থেকেই পরিচিত। তাঁর নিজেরও একটি ব্যান্ড রয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র ‘গান বাংলা এস উইন্ড অফ চেঞ্জ-এ পারফরম্যান্সের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া, এ অর রহমানের সঙ্গে বিশ্বজুড়ে প্রায় ৪০ টি শোতে পারফর্ম করেছেন। তারপরেই আন্তর্জাতিক স্তরে যাত্রা শুরু মোহিনীর।
স্টিভ ভাই, জাকির হুসেন, ভিনি কোলাইউটা ও পপ তারকা উইলো স্মিথের মতো কিংবদন্তির সঙ্গে কাজ করেছেন মোহিনী দে। এমটিভি আনপ্লাগড, কোক স্টুডিও এবং দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালনের মতো প্ল্যাটফর্মে পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছেন বাঙালি এই ললনা।
২০২৩ সালে তিনি তাঁর প্রথম অ্যালবাম রিলিজ করেন। তাঁর প্রথম সেই অ্যালবামের নাম ফ্রি স্পিরিট। কখনও ঝাঁকড়া চুল, কখনও আবার জটা...বারবার ছক ভেঙেছেন বেসিস্ট । সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর।
জেডএস/এমআর