দেশজুড়ে

কুমিল্লায় ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৭

বায়ান্ন প্রতিবেদন

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার আরও ২ যাত্রী নিহত হয়েছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭ জন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রে‌লও‌য়ে ফাঁড়ির ও‌সি ইমরান হো‌সেন জানান, নতুন করে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- বাকশিমুল গ্রামের আলী আহমদ ও হোসনে আরা। কুমেক হাসপাতালে ভর্তি ব্যক্তির নাম দেলোয়ার হোসেন।

এর আগে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে যাদের মৃত্যু হয় তারা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক জানান,  চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। 

তিনি জানান, এসময় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে আরও দুই জন হাসপাতালে মারা যান। ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা আইনি প্রক্রিয়া শেষ করবেন।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহিদা আকাক্তার, এখানে রেল গেট না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। রেল গেট স্থাপনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে চিঠি চালাচালি চলছে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রেন | নিহত | অটোরিকশা