এবার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিজস্ব সার্চ ইঞ্জিন আনার উদ্যোগ নিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। গুগল এবং মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমাতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানিটি। মেটার এআই-চালিত সার্চ ইঞ্জিনের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম, ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই সর্বশেষ তথ্য জানতে পারবেন।
বর্তমানে মেটার চ্যাটবট ‘মেটা এআই’, গুগল ও বিং-এর মাধ্যমে বিভিন্ন তথ্য, সংবাদ, শেয়ারবাজার এবং খেলাধুলার আপডেট ব্যবহারকারীদের জানিয়ে থাকে। তবে নতুন এই সার্চ ইঞ্জিন চালু হলে, গুগল বা বিং-এর সহায়তা ছাড়াই সরাসরি তথ্য জানাতে পারবে মেটা।
এদিকে এআই খাতে আধিপত্য বজায় রাখতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও সক্রিয়। গুগল তাদের সার্চে এআই মডেল ‘জেমিনি’ যুক্ত করতে কাজ করছে, আর মাইক্রোসফটের বিং-এর সঙ্গে মিলে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই বিভিন্ন সেবা প্রদান করছে।
মেটাও নির্ভুল তথ্য ও সংবাদ সরবরাহে সম্প্রতি রয়টার্সের সঙ্গে চুক্তি করেছে। যার ফলে মেটার চ্যাটবট এখন রয়টার্সের কনটেন্ট ব্যবহার করে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে পারবে।
জেডএস/