মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষে শুল্ক আরোপের পর বৈশ্বিক বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আর তাতেই ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোসসহ বিশ্বের শীর্ষ ৫০০ ধনী এক দিনে মোট ২০ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন।
বিজনেস বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, গেলো বৃহস্পতিবার সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ওই দিন মেটার প্রধান নির্বাহী ১ হাজার ৭৯০ কোটি ডলার খোয়ান, যা তাঁর মোট সম্পদের ৯ শতাংশ। অ্যামাজনের শেয়ারের দাম ৯ শতাংশ পড়ে গেলে এদিন কোম্পানির প্রতিষ্ঠাতা বেজোস ১ হাজার ৫৯০ কোটি ডলার খোয়ান। আর শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদ কমেছে ১ হাজার ১০০ কোটি ডলারের।
এদিকে, মার্কিন পণ্যের ওপর চীন পালটা শুল্কারোপ করায় মার্কিন শেয়ারবাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গেলো শুক্রবার মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে, যেখানে প্রধান সূচকগুলো প্রায় ৬ শতাংশ হ্রাস পায়।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬ শতাংশ কমেছে, নাসডাক ৫ দশমিক ৮ শতাংশ এবং ডাও জোন্স ৫ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে, যা আগের ২০ শতাংশ শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্কের হার দাঁড়ায় ৫৪ শতাংশ।
এরই পরিপ্রেক্ষিতে, গেলো বৃহস্পতিবার পাল্টা শুল্ক আরোপ করে চীন জানিয়েছে, ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।
এমএ//