জাতীয়

ঢাকায় স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহারের তারিখ ঘোষণা

আগামী ৯ এপ্রিল স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের পরীক্ষামূলক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ঢাকায় অনুষ্ঠিত আসন্ন বিনিয়োগ সম্মেলনে স্যামসাং, মেটা ও উবারের মতো বড় প্রতিষ্ঠানগুলো আসবে বলে জানিয়েছে বিডা।

রোববার (২৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন,  ওই দিন (৯ এপ্রিল) আন্তর্জাতিক বিনিয়োগ সম্মলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টারলিংকের কাভারেজের আওতায় থাকবে। আমরা অনেকগুলো সংস্থা স্টারলিংকের সঙ্গে কাজ করছি। আমরা ডেমো ডে হিসেব ৯ এপ্রিল স্টারলিংক ব্যবহার করব’’

আশিক মাহমুদ বলেন, সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে ৫০টি দেশের ২ হাজার ৩০০-এর বেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৫৫০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন। শীর্ষ নিবন্ধিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর ও জাপান।

তিনি আরও বলেন, শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্বরা সম্মেলনে অংশ নেবেন, যাদের মধ্যে আছেনজারা গ্রুপের সিইও অস্কার গার্সিয়া মেসেইরাস, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইয়েম, ব্রিটিশ ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাং সি অ্যান্ড টি-র ভাইস প্রেসিডেন্ট কিয়ংসু লি, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট স্টিভেন কোবোস, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উবারের পাবলিক পলিসি প্রধান মাইক অর্গিল এবং মেটার পাবলিক পলিসি ডিরেক্টর সারিম আজিজ।

বিডা প্রধান বলেন,  সামিটের অংশ হিসেবে, ৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধিদলসহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রাম, মিরসরাই ও কোরিয়ান ইপিজেড পরিদর্শন করবেন। একই দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৮ এপ্রিল, বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। দিন শেষে একটি বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

প্রসঙ্গত, দেশে বৈশ্বিক বিনিয়োগের দ্বার উন্মোচনে আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫অনুষ্ঠিত হবে।  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ এপ্রিল সম্মেলন উদ্বোধন করবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন স্টারলিংক | ঢাকা